Page

BTCClicks.com Banner

Tuesday, February 9, 2016

চোরের দিন শেষ,ফোন চুরি করবে তো ধরা খাবে। দেখে নিন কি ভাবে আপনার ফোন চুরি হওয়ার পর উদ্ধার করবেন।

http://sobujsoft09.blogspot.com/2016/02/blog-post_9.html
প্রতিটা ফোন ব্যবহারকারির সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চোর।আমাদের দেশে প্রতিদিন হরহামেশা কতই না ফোন হারাচ্ছে আর কয়জন বা সেগুলো উদ্ধার করতে পারছি।তবে একটু ট্রিক খাটালেই আমরা কিন্তু চোর ধরতে পারি বা ফোনটা উদ্ধার করতে পারি।হ্যা তেমনি একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আমি।অ্যাপটি মাত্র ৩০০ কেবি সাইজের।আর আমি যে ভার্সনটা দিবো তা সম্পূর্ণ প্রিমিয়াম।

চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

Watc
  • এতে থাকছে নিজস্ব লকিং সিস্টেম।ভুল প্যাটান বা পিন দিলেই সাথে সাথে তার ছবি তুলে ইমেলে পাঠাবে।
  • সিম কার্ড চেইঞ্জ করলে ইমেল এবং ফোনে সেট করা আপনার বন্ধুর নাম্বারে ম্যাছেজ যাবে।
  • চোরের ভয়েস,ছবি,এবং লোকেশন ইমেলে সেন্ড করে।
  • সবচেয়ে বড় সুবিধা অটোমেটিক ডাটা কানেকশন অন হয়ে যাবে চোরের অজান্তেই এবং লোকেশন সহ সকল ডিটেইল মেইলে সেন্ড হয়ে যাবে।
  • আর চাইলেই আপনি আপনার কাছের বন্ধুর নাম্বার সেট করে রাখতে পারেন এবং চোর ফোন অফ করার সাথে সাথে ওই নাম্বারে নটিফিকেশন চলে যাবে।
এছাড়াও আরো কিছু ফিচার পাবেন।চোরের দিন শেষ পার্টস খুলে বেচে খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না।
watc2

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যবহার করলে ভাল হয়।


-:অ্যাপ ডাউনলোড লিংক:-


এ ধরনের আরো একটি টিউন।
নিয়ে নিন ২০১৬ সালের সবচেয়ে দামি এবং বেস্ট সিকুরিটি,এন্টিভাইরাস অ্যাপ।মাত্র ৯ মেগাবাইট খরচ করেই ফোনকে রাখুন সকল ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে সুরক্ষীত।একবার হলেও ট্রাই করে দেখুন।

No comments :

Post a Comment