Page

BTCClicks.com Banner

Monday, February 22, 2016

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান

সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছে বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ আকারে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে।



সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছে বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ আকারে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মাল্টিমিডিয়া মেসেজের লিঙ্ক আকারে আসছে এই ম্যালওয়্যার। ম্যাসেজ আকারের এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হচ্ছে 'মাজার' নামের ম্যালওয়্যার। আর ডাউনলোড হয়ে ব্যবহারকারীর পুরো ফোনের দখল নিয়ে নেয় হ্যাকাররা। এভাবে ফোনের যাবতীয় তথ্য নিয়ে নেওয়া সম্ভব। এমনকি চাইলে ব্যবহারকারীর ফোনটি অচল করেও দেয়া যায়। আবার ফোনের ভাষা রাশিয়ান হলে ম্যালওয়্যারটি ডাউনলোড হচ্ছে না। আর ফোনের ডিফল্ট সেটিং হিসাবে 'প্রিভেন্ট সফটওয়্যার ফ্রম আনট্রাস্টেড সোর্সেস' ঠিক করা আছে, সেসব ফোনেই এটি ডাউনলোড হচ্ছে।

ডেনিশ ইন্টারনেট সিকিউরিটি ফার্ম হেইমডাল সিকিউরিটি জানায়, ইতিমধ্যে কেবলমাত্র ডেনমার্কেই এসব মেসেজ দ্বারা আক্রান্ত হয়েছেন ১ লাখ স্মার্টফোন। তবে বিশ্বের বিভিন্ন স্থানে এটি কিভাবে ছড়িয়ে পড়ছে তা এখনো জানা যায়নি। হেইমডাল সিকিউরিটির বিশেষজ্ঞ আন্দ্রা জাহারিয়া জানান, এই প্রথমবারের মতো এত কার্যকর ম্যালওয়্যার দেখা গেলো যা অ্যান্ড্রয়েডে ছড়িয়ে পড়েছে। সম্ভবত আক্রমণকারীরা এটাকে পরীক্ষামূলকভাবে ছেড়েছেন এর কার্যকারিতা দেখার জন্য এবং এতে আরো কৌশল যোগ করতে চাইছেন। শেয়ার করে বন্ধুদের যানিয়ে দিন।
সুত্রঃ বিবিসি

No comments :

Post a Comment