Page

BTCClicks.com Banner

Tuesday, April 19, 2016

জারা এখোনো T RAFFICMONSOON একটা একাঊন্ট ব্যবহার করছেন তারা দেখেন কিবাবে আপনার রেফারেলে একাদিক একাঊন্ট এ কাজ করবেন কোন প্রকার জামেলা ছারা জারা এখোনো একাউন্ট বেরিফাই করতে পারেন নাই তারা এদিকে আসেন

আপনারা সবাই জানেন যে T RAFFICMONSOON একটি ট্রাস্টেড সাইট। যেটা instant প্রেমেন্ট দেয়।এবং এখন প্রতিদিন প্রায় 0.32$ এর cash link দেয়। আপনারা হয়তো অনেকেই কাজ করেন তবে মাএ একটি একাউন্ট এ। তা হলে আপনাকে বলছি আমার টিমে কাজ করুন আমি আপনাকে সিখিয়ে দিবো কিবাবে আপনার রেফারে আপনি একটা পিছি তে অনেক গুলা একাউন্ট এ কাজ করবেন।এবং নিজে কাজ করে দিনে ৫/৬$ ইনকাম করতে পারবেন
আপনার একাউন্ট বেন হবে
না মানে কোন প্রবলেম ই হবে না।
আমার টিমে কাজ করতে হরে যা যা লাগবে
১/ আপনার একটি পিছি থাকতে হবে
২/ইন্টারনেট কানেকসন, মোবাইল/ব্রডবেন্ড
৩/এবং হাতে অনেক সময়
৪/ skype থাকলে skype a কাজ বুজিয়ে দেয় হবে
যদি আপনে উপরের সবটা নিয়ম মেনে আমার টিমে কাজ করতে চান তবে আমার সাথে যেগাযোগ করুন
জারা এখোনো একাউন্ট বেরিফাই করতে পারেন নাই তারা যোগাযোগ করুন
আমার ফোন নাম্বার : ০১৭৯৬৩১৭৪৮৭
আপনারা সবাই জানেন যে TRAFFICMONSOON একটি ট্রাস্টেড সাইট। যেটা instant প্রেমেন্ট দেয়।এবং এখন প্রতিদিন প্রায় 0.32$ এর cash link দেয়। আপনারা হয়তো অনেকেই কাজ করেন তবে মাএ একটি একাউন্ট এ। তা হলে আপনাকে বলছি আমার টিমে কাজ করুন আমি আপনাকে সিখিয়ে দিবো কিবাবে আপনার রেফারে আপনি একটা পিছি তে অনেক গুলা একাউন্ট এ কাজ করবেন।  নিজে কাজ করে দিনে ৫/৬$ ইনকাম করতে পারবেন আপনার একাউন্ট বেন হবে
Read more ...

Thursday, April 14, 2016

ফেসবুকে আসছে নতুন তিন ফিচার faceboof

ডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে। ১৫ টি দেশের ৭০ জন ডেভেলপারকে দিয়ে পরীক্ষা চালিয়ে নতুন তিনটি টুল উন্মুক্ত করেছে ফেসবুক।
এ টুলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট কিট যা নতুন অ্যাপ ব্যবহারকারীকে তাঁর শুধু ফোন নম্বর বা ইমেইলে অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে দেবে। এতে ইন-অ্যাপ ফরম পূরণ বা ফেসবুকের পুরো নাম, পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
ফেসবুকের প্ল্যাটফর্ম প্রডাক্ট ব্যবস্থাপক এডি ও’নেইল ইউএসএ টুডেকে বলেন, ‘সাইন আপ প্রক্রিয়ার ঝামেলা এড়াতে চেয়েছি আমরা। ভারতের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন এই ফিচার ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়ায় ৩০ শতাংশ উন্নতি দেখেছে।’
কোট শেয়ারিং
ফেসবুকের ডেভেলপার প্ল্যাটফর্ম গ্রুপের প্রধান ডেব লিউ তাঁর কি নোট দেওয়ার সময় ফেসবুকের কোট শেয়ারিং ফিচারটির কথা বলেন। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তাঁর প্রিয় লেখাটির কোনো কপি-পেস্ট ছাড়াই হাইলাইট দেখতে পাবেন। ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ফেসবুক সেভ বাটন নামের আরেকটি নতুন ফিচার উন্মুক্ত করেছে, যা ২০১৪ সালে সেভ অন ফেসবুক ফিচারটির মতোই ব্যবহারকারীকে তাঁর প্রিয় লেখা, পণ্য, ভিডিও ফেসবুক সেভ ফোল্ডারে সংরক্ষণ করার সুবিধা দেয়। ও’নেইল বলেন, উন্নত যোগাযোগের সুবিধার্থে এ ফিচার আনা হয়েছে।
ও’নেইল বলেছেন, নতুন সেভ বাটন ডেভেলপারদের নতুন গ্রাহক আকৃষ্ট করতে কাজে লাগবে। প্রতি মাসে ফেসবুকের মধ্যে ২৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের মধ্যে বিভিন্ন বিষয় সংরক্ষণ করে রাখে। অন্য অ্যাপের ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত করতে চাই।
Read more ...

Tuesday, April 5, 2016

পেইপ্যাল সেবায় বাংলাদেশ PayPal for bangladesh

বাংলাদেশে চালু হতে যাচ্ছে অনলাইন আউটসোর্সিং খাতের জনপ্রিয় অনলাইন মার্চেন্ট পেইপ্যাল। চলতি বছরের মধ্যেই এই সেবা বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক, যার প্রত্যাশায় রয়েছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের
উদ্যোক্তারা।
তিনি বুধবার বলেন, “ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেইপ্যাল সেবার পুরোপুরি না এলেও এই পেমেন্ট সিস্টেমের বেশিরভাই সুবিধা বাংলাদেশ পেতে যাচ্ছে।”
পেইপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান, যারা অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করতে সহায়তা দিয়ে থাকে। অননলাইন স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেনের পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে পেইপ্যালের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পলক বলেন, তাদের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির তালিকায় নিয়ে আসতে কৌশলগত দিক নিয়ে কথা হয়েছে।
এছাড়া বাংলাদেশে ব্যবসার সুযোগ, নীতিমালা, অবকাঠামো সুবিধা ও ফ্রিল্যান্সারদের কাজকর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের।
পেইপ্যাল কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “পেইপ্যালের একটি প্রতিষ্ঠান জুম এ বছরের মধ্যেই বাংলাদেশ কাজ শুরু করবে বলে আশা করি। এর মাধ্যমে পেইপ্যাল যে সেবা দেয়, তার ৮০ ভাগ পাওয়া যাবে।”
জুম বাংলাদেশ কাজ শুরুর পর পেইপ্যালের পুরোপুরি সুবিধা চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন পলক। বর্তমানে প্রায় ১৪ কোটি ৭০ লাখ ব্যবহারকারী ২৬টি মুদ্রায় পেইপ্যালের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
একটি পেইপ্যাল একাউন্ট খোলার জন্য কোনো ব্যাংক একাউন্টের ইলেকট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে। পেইপ্যালের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রহীতা পেইপ্যাল কর্তৃপক্ষের কাছে চেকের জন্য আবেদন করতে পারে, অথবা নিজের পেইপ্যাল একাউন্টের মাধ্যমে খরচ করতে পারে অথবা তার পেইপ্যাল একাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাংক একাউন্টে অর্থ জমা করতে পারে।
বিশ্বের ৩৭টি দেশে প্রায় ১৩ লাখ গ্রাহককে অনলাইন অর্থ লেনদেন সেবা দিচ্ছে জুম। অনলাইন অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান জুমকে এ বছরের মধ্যেই কিনে নিচ্ছে পেইপ্যাল।
মেক্সিকো, ভারত, চীনসহ অন্যান্য দেশে সেবার পরিধি বাড়াতেই পেইপ্যাল জুম কিনছে বলে গণমাধ্যমে প্রকাশ।
ঈদের ছুটির আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জুম সেবা দেশে শুরুর বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গর্ভনর এবং তারপর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। বিষয়টি মন্ত্রিসভা বৈঠকেও জানাবেন বলে প্রতিমন্ত্রী জানান।
২০১১ সালে থেকে বাংলাদেশ পেইপ্যাল এর সেবা শুরুর বিষয়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েকটি অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেইপ্যাল চালুর আশ্বাসও দিয়েছিলেন।
বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেজা, স্ক্রিল ও পেওনিয়ার সেবা দিচ্ছে।
Read more ...

Wednesday, March 23, 2016

নিয়ে নিন Cadillacs and Dinosaurs (মুসতফা) গেমটি 7.62 MB

Cadillacs and Dinosaurs (মুসতফা)’ ছোট বেলায় এই গেম টা খুব ভাল লাগতো। কিন্তু, এই অসাধারণ গেমটি তখন শেষ করা সম্ভব হয়নি। আজ সুযোগ পেয়ে এই গেমটি শেষ করলাম।
আসলে কিছু জিনিস থাকে যেগুলো কখনো পুরনো হয় না, চির জিবন-ই লেখা থাকে স্মৃতির পাতায়।
তাই আজ ভাবলাম টিটির বন্ধু দের সাথে শেয়ার করি। হয় তো অনেকেই এর আগে এই গেমটি কম্পিউটার এ খেলে ফেলেছেন।
হা তবে আবার অনেকেই এই গেম টির ২০ পিস্তল গুলো মিস করেছেন পিসি ভারশন এ। অনলাইন এ এই গেমটির দুটো version পাওয়া যায়। একটাতে ২০ পিস্তল(আনলিমিটেড বুলেট) আছে,অপর টাতে নাই।
তো তাহলে চলুন যারা এখনো পিচি virsion পান নাই বা যারা ২০ পিস্তল টা মিস করেছেন তারা এখন গেমটি নিয়ে নিতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, মাত্র ৭.৬২ mb।
1

ইন্সটল করার পদ্ধতিঃ

  • ১। ZIP ফাইল টি ডাউনলোড করুন।
  • ২। ZIP ফাইলটি EXTRACT করার পর EKMAMEElite32en ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
  • ৩। Cadillacs and Dinosaurs (hack set 3) তে ডাবল ক্লিক দিন।
  • ৪। Tab চাপুন।
  • ৫। Input (this game) সিলেক্ট করুন।
2
  • ৬। এখান থেকে আপনার keyboard এর Controls ঠিক করুন।
  • ৭। যেই কি টি পাল্টতে চান সেটাতে Enter চাপুন এবং তার পর যে কি টি দিতে চান সেটি চাপুন।
3
  • ৮। Coin 1 হলো coin প্রবেশ করানোর কি, অর্থাৎ এই কি টি চাপলে coin যোগ হবে। 1 Player start হলো এই কি টি চাপলে খেলা শুরু হবে। down,up,left,right কি গুলো দিয়ে প্লেয়ার কে এদিক সেদিক মুভ করাতে পারবেন।
  • ৯। সেটিং শেষ হলে Esc চাপুন।
Coin কি চাপ দিয়ে খেলতে থাকুন :-) আপনি ইচ্ছে করলে tab চেপে কিছু না এডিট করলেও চলবে আপনি কমান্ড গুলো দেখে নিয়ে Esc চেপে দিতে পারেন।
যদি কিছু না বুঝতে পারেন তাহলে মন্তব্য করুন।
Read more ...

Wednesday, March 9, 2016

Earn Money - Fortadpays এ কিভাবে Register করবেন?

Fortadpays কি?
Fortadpays হচ্ছে একটি Worldwide Revenue Sharing এবং Advertising Company. Revenue Share তো বুঝেন? বিক্রয় লভ্যাংশ। কোম্পানির প্রোডাক্ট বিক্রয় করে যা আয় হয় তা মেম্বারদের মাঝে বন্টন করা। এই সাইট সেটাই করে। ওদের Product; Advertising Credit বিক্রয় করে প্রতিদিন যা আয় হয় তা প্রতিদিন মেম্বারদের দিয়ে থাকে।
Fortadpays কি করে?
Fortadpays Advertising Credit বিক্রয় করে। মানেও ওরা মেম্বারদের কাছে বিজ্ঞাপন দেবার ক্রেডিট বিক্রয় করে। সেই বিজ্ঞাপন অন্য মেম্বারদের দেখায়। আরো সহজভাবে একজনের বিজ্ঞাপন অন্যজনকে দেখায়। অনেকটা Traffic Exchanger এর মত কিন্তু এখানে বিজ্ঞাপন দিতে টাকা লাগে। সেই টাকা আবার ফেরতও পাওয়া যায় Revenue Profit সহ।
Fortadpays থেকে আমরা কিভাবে আয় করবো?
আমরা Fortadpays এ বিজ্ঞাপন দিবো; অন্য সাইটের অথবা নিজের ব্লগ বা ওয়েবসাইটের। বিজ্ঞাপন দেবার জন্য Credit লাগবে সেই ক্রেডিট dollar দিয়ে কিনতে হবে।
কিন্তু মজার বিষয় হলো আমরা যেই Dollar খরচ করে এখানে বিজ্ঞাপন দিবো সেই Dollar Revenue Profit সহ দ্বিগুন ফেরত পাবো।
তাহলে ব্যাপারটা কি দাড়ালো? এখানে Credit কিনলে বিজ্ঞাপন দিতে পারবো আবার Credit কেনা টাকার চেয়ে দ্বিগুন টাকা ফেরতও পাবো। ১ ঢিলে ২ পাখি শিকার। আপনার যদি Credit না লাগে অর্থাৎ নিজের ব্লগ বা ওয়েবসাইট না থাকে, বিজ্ঞাপন দিবেন না কিন্তু Revenue Profit টা পাবেন দ্বিগুন।
Fortadpays কোম্পানি Informations?
1. সাইটের নাম: Fortadpays
2. সাইটের বয়স: November, 2014
3. মোট মেম্বার: 1,50,000+
4. মালিকের নাম: Pedro Fort
5. মালিকের পরিচয়: MLM প্রোডাক্ট ব্যাবসায়ী
6. মালিকের অন্য ব্যবসায়: mlmshop.net
7. দেশের নাম: Spain
8. প্রতি Share প্যাক: 1$
9. প্রতি Share থেকে ফেরত পাওয়া যাবে: 2.2$
10. মোট Share চলবে: 110দিন
11. প্রতিদিন % দিবে: 2%
12. ক্যাশ ব্যালেন্স/পুন:Share buy ব্যালেন্স: 50/50
12. মাসিক চার্জ: নাই
13. সর্বনিম্ন প্যাক কেনা যাবে: 10টি (10$)
14. সর্বনিম্ন টাকা তোলা যাবে: 10$
15. টাকা তুলতে সময় লাগে: 24 ঘন্টা
16. যে পদ্ধতিতে টাকা আদান-প্রদান করা যাবে: Payza, Perfect Money
17. ফ্রীতে ইনকাম করা যাবে?: হ্যাঁ (PTC AD)
18. রেফারেল লেভেল কত পর্যন্ত?: 10
19. রেফারেল কমিশন কত?: 8% (FL: 8%, total 21%)
20. কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজ (ইংরেজি): https://facebook.com/FortadpaysGlobalOfficial
FortAdpays এর সাথে অন্যান্য Revenue Share কোম্পানির পার্থক্য কোথায়?
1. Paypal নাটক নাই। (অন্যান্য কোম্পানি পেপালের কারনে স্কেম করে গেছে। faps পেপাল বাদ দিয়ে কোম্পানি চালু রেখেছে।)
2. শেয়ার প্যাক Package মাত্র 1টি এবং প্রতিটি শেয়ার মাত্র 1$।(বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের Package থাকে যেমন: 5$ return 7.5$, 10$ return 15$, 50$ return 75$ ইত্যাদি
3. 2014, 2015, 2016 সালে পা দিয়েছে। মেম্বারও বাড়ছে বিপুল হারে, কোন প্রকার ঝামেলা ছাড়াই পেমেন্ট দিচ্ছে ঠিক মত।
4. এটার মালিক শুধু এই সাইট দিয়ে পেট চালায় না। উনার MLM ব্যবসায় রয়েছে। তাই উনাকে বিশ্বাস করা যায়। যে ব্যবসায়ী সে ব্যবসায় করতে জানে।
5. শেয়ার শেষ হতে অনেক বেশি সময় লাগে। এটা ভালো লক্ষণ। কারন টাকাতো ফটোকপি হয়না। 1 টাকা 2 টাকায় পরিণত হতে 3 মাস সময় লাগতেই পারে। অনেক কোম্পানি 3 দিন পর টাকা ফেরত দিয়ে দেয়। কিভাবে? একজন মেম্বারের টাকা অন্য জনকে দিয়ে দেয়। কিন্তু fortadpays আমাদের টাকা দিয়ে ব্যবসায় করে লাভ করে আমাদের দেয়। Good job
6. সর্বোপরি এরা প্রতি 30 মিনিট পর পর আপনার ব্যালেন্সে টাকা দিয়ে দিবে। আপনার কেনা শেয়ার % অনুযায়ী আপনি যত পাবার আপনাকে প্রতি 30মিনিট, ঘন্টায়, দিন, রাত দিতেই থাকবে যত দিন শেয়ার শেষ না হয় ততদিন।
Invest এর ব্যাপারে আমার পরামর্শ
কখনো আপনার সঞ্চিত টাকা কোথাও ইনভেষ্ট করবেন না। আপনার কাছে থাকা অতিরিক্ত টাকা দিয়ে আরো টাকা আয় করতে চেষ্টা করবেন। এমন পরিমান ইনভেষ্ট করবেন যেটা হারিয়ে গেলেও আপনার ক্ষতি হবে না। আর যত তাড়াতারি পারবেন আপনার বিনিয়োগকৃত টাকা তুলে নিবেন বাকীটা দিয়ে আবার ব্যবসায় করে যাবেন।
Profit Calculation-আয়ের হিসেব
100 ডলার ইনভেষ্ট করলে কত টাকা আয় হবে হিসেব করে দেখি:
1. 100$ ইনভেষ্ট করে 100টা শেয়ার থেকে মোট ফেরত আসবে 220$
2. প্রতিদিন আসবে 2$ (Cash: 1$, Rep: 1$)
3. প্রতিদিন Repurchase 1$ ডলার দিয়ে 1টি করে নতুন শেয়ার কিনবেন।
4. Cash এর 1$ করে প্রতিদিন রেখে দিবেন।
5. এভাবে আপনার Cash balance বাড়বে এবং শেয়ারও বাড়বে প্রতিদিন।
6. শেয়ার যখন বেড়ে যাবে তখন আপনার আয়ও বেড়ে যাবে। যতবার শেয়ার কিনতেছেন তত বারই  প্রতিটি শেয়ার থেকে 220% পাবেন।
যেমন: 100 Share থেকে প্রতিদিন 2$ আসলে 110 টা Share থেকে প্রতিদিন আসবে 2.02$
7. এই ভাবে 45 দিনের মধ্যে আপনার 100 ডলার তুলে নিতে পারবেন। বাকী থাকবে 120+
8. সেটা দিয়ে যত দিন সাইট থাকবে তত দিন আয় করে যেতে পারবেন। প্রতি 3 মাসে Double হবে। অর্ধেকটা উঠাবেন অর্ধেকটা রেখে দিবেন।
9. একবার Invest করার পর আর দরকার নেই। কখনই করবেন না ওই যেটা লাভ আসবে সেটা দিয়েই চালিয়ে যাবেন।
আপনি কি FortAdpays এ কাজ করতে প্রস্তুত? যতি প্রস্তুত হোন তবে এখনি Register করুন


Fortadpays এ কিভাবে Register করবেন?
1. প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন >> CLICK HERE TO REGISTER
CliCK > Proceed

2. এবার ভাষা পরিবর্তন করুন: UK জাতীয় পতাকায় ক্লিক করে।
3. Menu > Create Account এ যান
4. নিচে একটা Registration ফর্ম পাবেন সেখানে সকল তথ্য দিন।
5. মনেরাখবেন: যে আপনাকে এই সাইটের লিংক দিয়েছে তার Sponsor এ রেজিষ্টার করবেন।
6. username:RafinITএবং Password: RafinIT321*# এই রকম দিতে হবে।
7. সবকিছু ঠিকমত দিয়ে রেজিষ্টার করুন
8. এবার ইমেইলে গিয়ে Account Active করুন।
এবার Profile Complete করুন
1. Login করুন।
2. Tools > Profile যান
3. ছবি, নাম, ঠিকানা, Payment prossesor দিন। (Payza সিলেক্ট করে, Prossesor ID তে পেজা ইমেইলটা দিন) Update দিন।
4. Add Security Details দিন:
Security Question: What is your name?
Your Answer:
Confirm Answer:RafinIT
Update দিন।RafinIT
Fortadpays এ কিভাবে Addfund করবেন?
1. Finance > Addfund এ যান
2. Amount: (আপনি যত আনতে চান দিন যেমন: 10) দিন আর Payza সিলেক্ট করুর
3. Preview দিন।
4. পরের পেজে Pay Now দিন।
5.এবার আপনি আপনার Payza তে চলে যাবেন সব ঠিক ঠাক দিন (Payza email, pass, pin) Successfully Addfund হবে
Fortadpays এ কিভাবে Addpack কিনবেন?
1. Finance > Comprare Shares এ যান।
2. Purchase Shares : এ কয়টা শেয়ার কিনবেন সেই সংখ্যা লিখুন। যেমন: 10
3. Use Re-Purchase Balance first : এখানে সব সময় টিক চিহ্ন দিবেন। এটা করলে আপনার Re-Purchase সবসময় 0.00 থাকবে ফলে আপনারই সুবিধে হবে কারন এই Balance উঠানো যায়না। তাই এটা সবসময় 0.00 রাখবেন। শেয়ার কেনার সময় টিক চিহ্ন দিবেন।
4. Preview দিন।
4. পরের পেজে Pay Now দিন।
Fortadpays এ প্রতিদিন কি কাজ করবেন?
1. Summary তে যান
2. নিচের দিকে আসুন
3. “You have to see 4 Free Today!” এখানে ক্লিক করুন।
4. পরের পেজে 4টা ব্যানার দেখতে পাবেন। 1টা 1 টা করে ক্লিক করুন অপেক্ষা করুন। Credited হলে। Tab Close করুন।
5. এই 4টা ব্যানারে প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর ক্লিক করতে হবে। আপনি চাইলে যে কোন সময় ক্লিক করতে পারেন যখন ক্লিক করবেন তখন থেকে 24 ঘন্টা হিসেব ধরা হবে।
6. ১ দিন যদি ক্লিক করতে না পারেন সমস্যা নেই টাকা কমবেনা ১ দিন বেড়ে যাবে মোট শেয়ারের মেয়াদ।
Fortadpays এ প্রতিদিন ফ্রী তে কিছু ইনকাম করুন?
1. Advertisment > Earn Money তে যান।
2. এখানে সবসময় এড দেখতে পাবেন কখনো বেশি কখনো কম। প্রতি ক্লিক: 0.001$, 0.005$, 0.01$ করে।
2. এই গুলো মিস করবেন না।
Fortadpays এর Summary বিবরণ:
1. ‍Sponsor = আপনার sponsor এর নাম।
2. My refferals = আপনার রেফারেল সংখ্যা (Paid: যারা শেয়ার কিনেছে)
3. Comission Earnings = (রেফার থেকে যা কমিশন পেলেন)
4. Gains Shares = (কেনা শেয়ার থেকে মোট যত পেলেন)
5. Payment prosessor = (যে প্রসেসর দিয়ে withdraw দিচ্ছেন)
6. Total PTC click = (মোট কয়টা PTC ad click করেছেন)
7. Balance = (এটাই আপনার মূল ব্যালেন্স এটা Withdraw করতে পারবেন)
8. Re-purchase = (এটা দিয়ে আবার শেয়ার কিনবেন। withdraw হবেনা)
9. Only credits Ads = (শেয়ার কিনে যে ক্রেডিট পেলেন)
10. Surf Credits Banner = (সার্ফ করে যে ক্রেডিট পেলেন)
11. Active/complete/tortals = (শেয়ারের হিসেব চালু আছে, শেষ হয়েগেছে এবং মোট শেয়ার)
12. Total PTC earnings = (PTC ad ক্লিক করে কত পেলেন)
Fortadpays এ কিভাবে Withdraw দিবেন?
1. Finance > Withdraw funds এ যান।
2. যত ডলার Withdraw দিবেন সেটা লিখে Withdraw তে ক্লিক করবেন।
3. পরের পেজে সেই Security question ans দিয়ে Ok দিবেন ব্যাস।
4. Pending থাকবে। 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন।
5. প্রতিরবিবার সাপ্তাহিক বন্ধ সেই দিন Withdraw হবেনা।
Fortadpays এ কিভাবে Balance Transfer করবেন?
1. Finance > Transfer funds
2. যাকে দিবেন তার ID অথবা username দিবেন Amount দিবেন Security ans দিবেন।
3. waiting এ থাকবে 24 ঘন্টার মধ্যে ডলার চলে যাবে।
Fortadpays এ রেফারেল Tools
1. আপনার রেফারের লিংক পাবেন Homepage-এ মানে Summary তে।
2. Tools > Your ref> আপনার সকল রেফারেলদের তথ্য পাবেন
3. Promotion > এখানে সকল Marketing Meterial পাবেন।
এর পরেও কোন সমস্যা থাকলে নিচের ছোট ভিডিও টি দেখে নিন
(রেজিষ্টার করার পর ভিডিওটি দেখবেন)


পুরো টিউনটি বুঝতে অসুবিধে হলে উপরের ভিডিওটি দেখুন

সর্বপরি দেখে-শুনে নিজ দ্বায়ীত্বে ইনভেষ্ট করবেন। আমি শুধু তথ্য দিলাম।
Recent payout পেজে সবসময় নজর রাখবেন।


সর্বপরি দেখে-শুনে নিজ দ্বায়ীত্বে ইনভেষ্ট করবেন। আমি শুধু তথ্য দিলাম।
Recent payout পেজে সবসময় নজর রাখবেন।


Contact Information
01796317487
Facebook: https://m.facebook.com/sobuj
Read more ...

Tuesday, March 8, 2016

এন্ড্রয়েড অ্যাপ দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন থেকে যেকোন ফোরম্যটে


আমরা অনেকে ভিডিও ডাউনলোড করি ফেইসবুকে অথবা Youtube থেকে কম্পিউটার দিয়ে কিন্তু মোবাইলে দিয়ে পারি না, মোবাইল দিয়ে পারলেও মনের মত ভাল Apps পাইনা।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Youtube এর ভিডিও ডাউনলোড করার সুন্দর একটি Apps এই Appsটি ব্যবহার করে আপনি খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড করে নিন এই চমৎকত কার Apps টি। আর উপভোগ করুন ইউটিউব ভিডিও।

ডাউনলোড লিঙ্ক

ব্যবহার করার নিয়মঃ

অন্য সব Apps এর মতই আপনি এই আপসটি আপনার Android মোবাইলে ইন্সটল করুন।
তার পর Apps টি চালু করেন।

এবার সার্চ বক্সে আপনার পছন্দের ভিডিও এর নাম লিখুন।

তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার নাম অনুযায়ী ইউটিউব চলে যাবে, এবার পছন্দের ভিডিও এর উপর ক্লিক করুন।

এবার ভিডিও টি ক্লিক করলে অপ্সহন আসবে কত পিক্সেল ডাউনলোড করবেন

তারপর ইচ্ছামত পিক্সেলে ক্লিক করুন  তাহলে ভিডিও ডাউনলোড হওয়া শুরু হবে এভাবে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু বিসয়ের বাইরে কেউ কিছু বলবেন না,
যেমন লিঙ্ক কাজ করে না, অ্যাপ কাজ করে না, কারও কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু অন্যদের নিরুতসাহিত করবেন না।
Read more ...

Monday, March 7, 2016

এবার আয় করুন ফ্রি বিটকয়েন খেলতে খেলতে

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৮১৯.৩৬ ডলার ।
অর্থাৎ 1 BITCOIN = $819.36 !!!
বিটকয়েন
বিটকয়েন একাউন্টঃ
আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর ।
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । এরপর নিচের মত একটা পেজ আসবে ।

২। Email(1) এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password(2) এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Create Bitcoin Wallet(3) লিঙ্কে ক্লিক করুন ।
৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে । আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং Verify My Email Address-এ ক্লিক করুন । এরপর নিচের মত একটা পেজ আসবে ।

৪। এখান থেকে Account Setting(1) থেকে Bitcoin Addresses(2) এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে । এরপর Create New Address(3) করে কিছুক্ষণ অপেক্ষা করুন । নিচের মত একটা অ্যাড্রেস(4) তৈরি হবে । এটাকে সেইভ করে অথবা কপি করে রাখুন পরে কাজে লাগবে ।

আপনি যে একাউন্টটা এই মাত্র খুললেন সেটা একটা অনলাইন ব্যাংক একাউন্ট । এটা অনেকটা পেপাল এবং পেইজা এর একাউন্টের মতই । এর মাধ্যমেই আপনি পেমেন্ট পাবেন । আপনি যে বিটকয়েন আর্ন করবেন সেটা এই একাউন্টের এড্রেসে পাঠানো হবে ।
[ বিঃদ্রঃ আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ওপরের একাউন্ট খুললেন সেটা কোন যে জায়গায় সেইভ করে রাখুন । কারণ এটা হারিয়ে গেলে আপনার সব শেষ । ]
বিটকয়েন আয়ঃ
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । নিচের মত একটা পেজ আসবে ।
এখান থেকেঃ (১নং অংশে)
Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।
Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।
Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন ।
Your Email – এখানে আপনার ইমেইল দিন ।
ব্যাস এরপর SIGN UP বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।

২। এরপর ওপরের চিত্রে ২নং চিহ্নিত অংশের ঘরগুলো পুরন করুন এবং কেপচা দিয়ে LOGIN বাটনে ক্লিক করুন । এরপর নিচের মত পেজ আসবে । এরপর ১নং চিহ্নিত অংশের কেপচা দেখে ২নং চিহ্নিত বক্স পূরণ করে ROLL!(3) এ ক্লিক করুন ।

৩। এরপর যদি নিচের চিত্রের মত টাইমার(2) উঠা শুরু করে তাহলে তাহলে আপনি Success । আর যদি Invalid Code লেখা আসে তাহলে আবার TRY করুন হয়ে যাবে । এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন । আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে ROLL-এ ক্লিক করুন । দেখবেন একাউন্টে বিটকয়েন যোগ হয়েছে । এভাবে ১ ঘণ্টা পর পর ওয়েব সাইটে যান এবং আর্ন করতে থাকুন । নিচের চিত্রে দেখুন ৩নং চিহ্নিত অংশে আমার আর্ন দেখাচ্ছে ।

পেমেন্টঃ
এবার আসি পেমেন্টের কথায় । এটা ১০০% পে করে কারন আমি তিনবার পেমেন্ট পেয়েছি ।
এরা প্রতি সোমবার পে করে । আপনার একাউন্ট Balance যদি 0.00005460 বিটকয়েনের বেশি হয় তাহলে সেটা অটোমেটিকভাবে সোমবারে আপনার কয়েনবেইস(ওপরে যেটা তৈরি করলেন) একাউন্টে চলে যাবে । আপনার কিছু করতে হবে না ।
আর হ্যাঁ আপনি রেফার করেও 50% পর্যন্ত আয় করতে পারবেন । আপনার Homepage-থেকে Refer বাটনে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক দেখতে পারবেন ।
01796317487
Read more ...

Monday, February 22, 2016

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান

সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছে বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ আকারে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে।



সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছে বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট মেসেজ আকারে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মাল্টিমিডিয়া মেসেজের লিঙ্ক আকারে আসছে এই ম্যালওয়্যার। ম্যাসেজ আকারের এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হচ্ছে 'মাজার' নামের ম্যালওয়্যার। আর ডাউনলোড হয়ে ব্যবহারকারীর পুরো ফোনের দখল নিয়ে নেয় হ্যাকাররা। এভাবে ফোনের যাবতীয় তথ্য নিয়ে নেওয়া সম্ভব। এমনকি চাইলে ব্যবহারকারীর ফোনটি অচল করেও দেয়া যায়। আবার ফোনের ভাষা রাশিয়ান হলে ম্যালওয়্যারটি ডাউনলোড হচ্ছে না। আর ফোনের ডিফল্ট সেটিং হিসাবে 'প্রিভেন্ট সফটওয়্যার ফ্রম আনট্রাস্টেড সোর্সেস' ঠিক করা আছে, সেসব ফোনেই এটি ডাউনলোড হচ্ছে।

ডেনিশ ইন্টারনেট সিকিউরিটি ফার্ম হেইমডাল সিকিউরিটি জানায়, ইতিমধ্যে কেবলমাত্র ডেনমার্কেই এসব মেসেজ দ্বারা আক্রান্ত হয়েছেন ১ লাখ স্মার্টফোন। তবে বিশ্বের বিভিন্ন স্থানে এটি কিভাবে ছড়িয়ে পড়ছে তা এখনো জানা যায়নি। হেইমডাল সিকিউরিটির বিশেষজ্ঞ আন্দ্রা জাহারিয়া জানান, এই প্রথমবারের মতো এত কার্যকর ম্যালওয়্যার দেখা গেলো যা অ্যান্ড্রয়েডে ছড়িয়ে পড়েছে। সম্ভবত আক্রমণকারীরা এটাকে পরীক্ষামূলকভাবে ছেড়েছেন এর কার্যকারিতা দেখার জন্য এবং এতে আরো কৌশল যোগ করতে চাইছেন। শেয়ার করে বন্ধুদের যানিয়ে দিন।
সুত্রঃ বিবিসি
Read more ...

Friday, February 19, 2016

অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ৬৮ টাকায় আইফোন ৫-এস



অবিশ্বাস্য হলেও সত্য এক যুবক ২৯ হাজার টাকার আইফোন ৫-এস মাত্র ৬৮ টাকায় কিনেছেন! ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল বনশল মাত্র ৬৮ টাকায় এই ফোন কিনেছেন।

এ যেন ঠিক 'বিলিভ ইট অর নট' এর মতো ঘটনা। বিশ্বাস করতে পারেন আবার নাও পারেন। কিন্তু ঘটনা সত্য।

নিখিল জানান, অনলাইনে একটি বিজ্ঞাপনে দেখেন ৯৯.৭ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে আইফোন ৫-এস। প্রথমে বিশ্বাস করতে পারেননি যে ফোনের দাম ২৯ হাজার টাকা, এত ডিসকাউন্ট দিয়ে মাত্র ৬৮ টাকায় পাওয়া যাচ্ছে! কোনো কিছু না ভেবে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি অর্ডার দিয়ে দেন ফোনটির।

কিন্তু সংস্থাটি বিজ্ঞাপন প্রকাশে টেকনিক্যাল ত্রুটি দেখিয়ে নিখিলকে ফোন দিতে অস্বীকার করে। পাশাপাশি তারা জানান, ওটা কোনও ডিসকাউন্ট ছিল না। ভুলবশত বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

নিখিলও ছাড়ার পাত্র নন। ওই সংস্থার সঙ্গে কী চুক্তি হয়েছে সব বিবরণ দিয়ে কনজিউমার ফোরামে মামলা করেন। আদালত পর্যন্ত টেনে নিয়ে যান সংস্থাটিকে। আদালতে মামলায় জিতে যান নিখিল। পেয়ে যান ৬৮ টাকায় আইফোন ৫-এস। আর সংস্থাটিকে শুধুমাত্র আইফোনই দিতে হয়নি, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে চুক্তি ভঙ্গ করার কারণে জরিমানাও গুণতে হয়েছে।
Read more ...

Saturday, February 13, 2016

খুব সহজেই আপনার ফোন কে বানিয়ে ফেলুন কম্পিউটার

Windows xp mod

চমতকার এই এপ্স টি দিয়ে আপনি আপনার ফোন কে বানিয়ে ফেলতে পারবেন কম্পিউটার (windows-এক্সপি)। এই এপ্স টি দিয়ে কম্পিউটারের মত প্রায় সব কিছুই দেখতে পারবেন। যানি অনেকেই আমার কথা বিলিভ করবেন না, তাই তাদের জন্য প্রমাণ স্বরুপ কিছু স্ক্রিন শর্ট দিলাম।

 Screenshot 


এপ্স নামঃ   Windows xp mod
         এটির সাইজঃ  মাত্র ১.৬ মেগা বাইট
            ডাউনলোড লিংকঃ Click here to download
(বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন রকম ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)

যদি ভাল লাগে তাহলে অবশ্যই টিউনটি শেয়ার
করবেন।

আরও কিছু টিউন

 

এবার আর ডাউনলোড ফেল হবেনা, ফোন বন্ধ হলেও সমস্যা নাই, ইচ্ছা করলে এক টা ফাইল ১০ দিন ধরেও ডাউনলোড দিতে পারবেন,ডাউনলোড ফেল হওয়ার ভয় আর নয়

আপনি আপনার মোবাইলে টাচ করলেই মোবাইল বলবে I love you, যতবার টাচ করবেন তত বারই বলবে

আসছে ১৪ ই ফেব্রুয়ারি, তাই আজকে দিলাম স্পেশাল কিছু(অনলি ফর ভ্যালেন্টাইন ডে)

১০ টা এপ্স নিয়ে আজকে হাজির হলাম। এপ্স গুলো তো আমার কাজে লাগে,দেখুন আপনার ও লাগবে

মুসলিম বন্ধুরা কই, নিয়ে যান আল কুরআন সাথে বাংলা অর্থ, রুকু,সিজদা,পারা, ১১৪ টি সুরা

Emergency Mobile Code, কি নেই এতে? মোবাইল এর কোড সিম কোড, ডাটা প্যাকেজ A 2 Z. প্রমাণ সহ

যে দশ টি এপ্স আপনার অবশ্যই থাকা দরকাত

Read more ...

Tuesday, February 9, 2016

চোরের দিন শেষ,ফোন চুরি করবে তো ধরা খাবে। দেখে নিন কি ভাবে আপনার ফোন চুরি হওয়ার পর উদ্ধার করবেন।

http://sobujsoft09.blogspot.com/2016/02/blog-post_9.html
প্রতিটা ফোন ব্যবহারকারির সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চোর।আমাদের দেশে প্রতিদিন হরহামেশা কতই না ফোন হারাচ্ছে আর কয়জন বা সেগুলো উদ্ধার করতে পারছি।তবে একটু ট্রিক খাটালেই আমরা কিন্তু চোর ধরতে পারি বা ফোনটা উদ্ধার করতে পারি।হ্যা তেমনি একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আমি।অ্যাপটি মাত্র ৩০০ কেবি সাইজের।আর আমি যে ভার্সনটা দিবো তা সম্পূর্ণ প্রিমিয়াম।

চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

Watc
  • এতে থাকছে নিজস্ব লকিং সিস্টেম।ভুল প্যাটান বা পিন দিলেই সাথে সাথে তার ছবি তুলে ইমেলে পাঠাবে।
  • সিম কার্ড চেইঞ্জ করলে ইমেল এবং ফোনে সেট করা আপনার বন্ধুর নাম্বারে ম্যাছেজ যাবে।
  • চোরের ভয়েস,ছবি,এবং লোকেশন ইমেলে সেন্ড করে।
  • সবচেয়ে বড় সুবিধা অটোমেটিক ডাটা কানেকশন অন হয়ে যাবে চোরের অজান্তেই এবং লোকেশন সহ সকল ডিটেইল মেইলে সেন্ড হয়ে যাবে।
  • আর চাইলেই আপনি আপনার কাছের বন্ধুর নাম্বার সেট করে রাখতে পারেন এবং চোর ফোন অফ করার সাথে সাথে ওই নাম্বারে নটিফিকেশন চলে যাবে।
এছাড়াও আরো কিছু ফিচার পাবেন।চোরের দিন শেষ পার্টস খুলে বেচে খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না।
watc2

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যবহার করলে ভাল হয়।


-:অ্যাপ ডাউনলোড লিংক:-


এ ধরনের আরো একটি টিউন।
নিয়ে নিন ২০১৬ সালের সবচেয়ে দামি এবং বেস্ট সিকুরিটি,এন্টিভাইরাস অ্যাপ।মাত্র ৯ মেগাবাইট খরচ করেই ফোনকে রাখুন সকল ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে সুরক্ষীত।একবার হলেও ট্রাই করে দেখুন।
Read more ...

Sunday, February 7, 2016

Samsung Galaxy A7 Full Review 2016

আজ থেকে নিয়মিত মোবাইল এর রিভিউ এবং এন্ড্রয়েড এপস রিভিউ  করব।

আজকে স্যামস্যাং গ্যালেক্সি A7 নিয়ে পুস্ট করলাম আশা করি আপনাদের ভাল লাগবে।




Mobile Phone

Available with a multiple dual-SIM/microSD slot
Steel structure sandwiched between 2.5D Gorilla Cup 4
5.5″ Extremely AMOLED of 1,080 x 1,920px quality, ~401ppi
Octa-core Cortex-A53 processer, 3GB of RAM, Adreno 405 GPU; Snapdragon 615 chipset (also available with an Exynos 7580 chipset)
Android operating system 5.1 Lollipop with TouchWiz, concept support
13MP digicam with f/1.9 aperture and OIS; 1080p movie recording; 5MP front-facing digicam, 1080p video
16GB of built-in storage; 11GB customer available; microSD port (same as SIM2 slot)
LTE Cat. 4 150Mbps, Wi-Fi a/b/g/n, GPS, GLONASS, Wireless 4.1, ANT+, NFC, FM Radio
2,600 mAh battery power

Main disadvantages

No 4K movie or 1080p@60fps
Restricted storage space out of the box, no 32GB version
No MHL (but USB OTG is supported)
মোবাইল পরিচিতি

এন্ড্রয়িড ললিপপ চালিত এই ফোনটি বাজারে ভাল পরিচিতি লাভ করেছে

এই ফোনটির মধ্যে আছে Android operating system 5.1 Lollipop ১৩ মেগা পিক্সেল কেমেরা এবং ফ্রন্ট কেমেরা ৫ মেগা পিক্সেল

দুই সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এফ এম রেডিউ সুনতে পারবেন

এর ডিসপ্লে ৫.৫ ইঞ্চি এবং পিক্সেল ডেস্টেনেটি 401 ppi তার মানে অনেক পরিস্কার ডিসপ্লে

এর প্রসেসর Octa-core Cortex-A53 processer

ফোন মেমোরি 16GB of built-in storage

৩ জিবি র‍্যাম

ব্যাটারিয় অনেক সক্তি সালি 2,600 mAh

Mobile Price বাজারে মুল্য 29900 Tk

এই টিউনটি সবার আগে প্রকাশিত হয়েছে এই সাইটে Samsung A7 Mobile Price

টিউনটি পরার জন্য ধন্যবাদ


আমার ছোট্ট একটা ওয়েবসাইটে অবশ্যয় ঘুরে আসবেন Mobile Price



SOME PICTUREZ









Add caption



Read more ...

Saturday, February 6, 2016

Dollarclix থেকে আয় করুন প্রতিঘন্টায় 1$ যত কাজ তত ইনকাম। A-Z বিস্তারিত…

No PTC, No Refferals, No Investment, Totally, Free Unlimited Income
কোন প্রকার ইনভেষ্ট ছাড়া, রেফার ছাড়া প্রতিদিন 1 ডলার আয় করতে চান? এই পোষ্ট পড়লে পারবেন।
হয়তো এই পোষ্টটি আপনার জীবন বদলে দিতে পারে তাই প্রতিটি লাইন মনযোগ দিয়ে পড়ুন

  • PTC করবেন? রেফারেল লাগবে, ডাইরেক্ট হোক আর রেন্টেড।
  • Revenue Share / Forex এ কাজ করবেন? Invest করতে হবে।
  • Freelancing or Outsourcing করতে চান? আগে হাজার হাজার টাকা দিয়ে কাজ শিখতে হবে। মার্কেটপ্লেসে বায়ারের আশায় দিন গুনতে হবে।
নানান রকমের ঝামেলাতো আছেই দুইদিন পরপর এই সাইট স্ক্যাম করে ওই সাইট টাকা দেয় না ইত্যাদি ইত্যাদি।
এছাড়া কারো টাকা আছে ইনভেষ্ট করতে পারে, কারো লোকবল আছে রেফার বানাতে পারে আমার কিছুই নেই তাহলে অনলাইনে থেকে আমি আয় করতে পারবো না?
পারবেন আমি বলছি পারবেন আগে বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন।
কিন্তু কষ্ট করতে হবে অনেক কাজ করতে হবে।
আমি কয়েকটা সাইট দিবো এই সাইটগুলোতে কাজ করুন জীবন বদলান। অনলাইনে আয়ের ‍দু:চিন্তা ঝেড়ে ফেলুন।

সাবধান:  Proxy, VPN, IP change + মোবাইলের Opera/uc brower দিয়ে ভূলেও এই সাইটে ঢুকবেন না। ঢুকলে সাথে সাথে ব্লক করে দিবে। তবে Default Browser /Mozilla/ chrome দিয়ে কাজ করতে পারবেন)
নতুন পদ্ধতিতে কাজ করুন। অন্যের উপর নির্ভর না করে, কোন প্রকার ইনভেষ্ট না করে ফ্রীতে নিজে কাজ করে আয় করুন।
আমি প্রথমে যে সাইট দিবো তার নাম: Dollarclix – Clack Here
রেজিষ্টার করতে Click here


Minimum Withdraw:
Paypal: 1$, Payza: 5$, Bitcoin: 5$
100 Point = 1$
Point কে ডলারে এবং Dollar কে পয়েন্টে My Account > Convert Point গিয়ে কনভার্ট করতে পারবেন।
পেমেন্ট পাবার সময়: 
30 মিনিট থেকে 24ঘন্টার মধ্যে পেমেন্ট করে

কাজ করার পদ্ধতি
এই সাইট থেকে আপনি প্রতিদিন নিরলস কাজ করলে 1 থেকে 5 ডলার আয় করতে পারবেন।
  • Make Money > Click Ads
  • Offerwall > MinueStaff > Instant, view, click, Ex, Search
উপরের ২টা কাজ খুবই সহজ যে কেউ এটা করতে পারবে
  • Offerwall > Adgate > TapResearch Surveys এটা করবেন 48Point = 0.48$ এখানে Postal Code চাইবে গুগলে Tripura Postal code সার্চ দিয়ে একটা বসিয়ে দিলেই কাজটা করতে পারবেন
  •  Offerwall > ‍Super Rewards > Tasks এ ClowdFlower এর কাজ করতে চেষ্টাকর প্রতিটি কাজে ভালো আয় হবে।
  • এছাড়াও Offerwall > Matomy, Clixwall, PTCwall ইত্যাদি কাজ করতে চেষ্টা করবে।
এছাড়াও আরো অনেক পদ্ধতিতে এই সাইট থেকে আয় করা যায়। যারা Expert তারা আরো বেশি করতে পারবে।
কিন্তু সবচেয়ে বেশি আয় করা যায় Survey Complete করলে দু:ভাগ্যের বিষয় বাংলাদেশ থেকে কোন সার্ভে করা যায় না।



Account Suspend হলে কি করবেন?
যাদের একাউন্ট টিকেটে চলে গেছে/ একাউন্টে ঢুকতে পারছেন না, তারা Support এ মেসেজ দিন:
Subject:
I am not cheater / Unblock me/ Release me যে কোন একটা বা নিজের ইচ্ছামত কিছু দিতে পার।
Message:
Dear sir, I am a new member. I just logged in but your system marked me as a cheater. I didn’t use any proxy/VPN. Please sir release me. I will work honestly.
Thank you.

আশাকরি খুব শিগ্রই আনব্লক করে দিবে যদি না দেয় তবে বারবার রিকোয়েষ্ট করবেন Sorry বলবেন।
প্রতি মাসে টার্গেট নিন 100 ডলার যেন এটা থেকে উঠাতে পারেন। তবেই Success হবেন।
Success হলে ধন্যবাদ দিবেন, কাজ করতে না পারলে জানাবেন,  ভয় নেই আমি তো আছিই আমাকে বলবে ঠিক করে দিবো।
প্রথম প্রথম ভালো লাগবেনা কিন্তু মনদিয়ে, ধৈর্য ধরে কাজ করুন আমার কষ্ট বিফলে যাবেনা।
উপসংহার
  • এই সকল সাইট কোন পিটিসি বা ইনভেষ্টমেন্ট সাইট নয় তাই যে কেউ কাজ করতে পারেন।
  • কিন্তু কোন প্রক্সি বা ভিপিএন ব্যবহার করবেন না। 
  • মোবাইল দিয়ে ভূলেও এই সাইটে ঢুকবেন না। ঢুকলে সাথে সাথে ব্লক করে দিবে।
ভাল থাকবেন কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
ফেসবুকে আমি: fb.com/sobuj
আমার ব্লগ: sobujsoft09.blogspot.com
মোবাইল: 017963-17487
Read more ...

2016 সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য গনিতের ১০০% কমন উপযোগি সৃজনশীল ও MCQ সাজেশান

যারা ২০১৬ সালের পরীক্ষার্থী তারা নিশ্চয়ই গনিত নিয়ে অনেক টেনশনে আছেন। আগামি ১৫ তারিখ গনিত পরীক্ষা,  টেনশনে তো থাকারই কথা। তাই 2016 সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য গনিতের ১০০% কমন উপযোগি সৃজনশীল ও MCQ সাজেশান নিয়ে হাজির হলাম।  আশা করি এখান থেকে ১০০ % কমন পড়বে। যেহেতু শেষ মুহূর্তের  প্রস্তুতি তাই কোন মতেই ভূল করা যাবে না।
সম্পূর্ণ সাজেশান টি ডাউনলোড করে অনুশীলন শুরু করে দিন।
যারা বইটি পেতে চান তারা বইটি ডাউনলোড করে ফেলুন।


আপনি যদি বাংলা ইবুক পড়তে পছন্দ করেন তবেFree Bangla Ebooks Download সাইটটি ঘুরে আসতে পারেন। এখানে সব ধরনের বাংলা বই পাওয়া যায়। সব গুলো বই ই বাংলায় এবং পিডিএফ আকারে।
আরো কিছু বই দেখতে পারেন যা আপনার কাজে লাগবেঃ

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩-২০১৬, এক্সেল ২০০৭-১৬, এক্সেস, পাওয়ার পয়েন্ট এর উপর দুর্দান্ত কিছু বই।

ওয়েব ডেভেলপমেন্ট শিক্ষার জন্য সর্বশেষ ও সেরা কিছু বই

কম্পিউার এর উপর লেখা বিভিন্ন লেখকের সেরা কিছু বই

বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক ও উপন্যাসিক হুমায়ুন আহমেদের ২৫০ টির ও বেশি বই পিডিএফ আকারে ডাউনলোড করুন।
বেশি করে বই পড়ুন ও জ্ঞানের পরিধি বাড়ান, বই হোক আপনার সবচেয়ে কাছের বন্ধু, কারণ তা কখনো শত্রু হবে না। নিজে বই পড়ুন ও প্রিয়জন কে বই উপহার দিন।
Read more ...

এক রকম লকস্ক্রিন আর কয়দিন?এমন অ্যাপ হয়তো মনে মনে খুজছিলেন।

ফোনের ডিফল্ট লকস্ক্রিন আর কয়দিন ভাল লাগে বলুন?আর ডিফল্ট লকস্ক্রিনে হয়তো কাস্টোমাইজ সুবিধা পাওয়া যায় না।আর তাছড়া একই জিনিস দেখতে দেখতে হয়তো আমরা বোরিং হয়ে যাই।কেমন হয় যদি লকস্ক্রিনে নতুন কিছু ইউজ করা যায়।হ্যা আপনাদের কথা মাথাই রেখে নিয়ে আসলাম প্লেস্টোরের বেস্ট একটি লকস্ক্রিন আপ্প।প্লেস্টোরে অনেক লকস্ক্রিন অ্যাপ পাওয়া যায় সেগুলো ইউজ করতে গেলে আপনাকে নিদিষ্ট একটি Louncher ব্যবহার করতে হবে।কিন্তু এই অ্যাপ ইউজ করার জন্য আপনাকে কোন ল্যাঞ্চার ইউজ করতে হবে না।
সবচেয়ে বড় কথা এই অ্যাপে অনেক গুলো লক স্ক্রিন পাবেন এবং ইচ্ছা মতো কাস্টোমাইজ তো থাকছেই।

চলুন দেখে নেয়া যাক কি কি সুবিধা পাচ্ছেন এই অ্যাপে।

locks2

  • অনেক গুলো HD ওয়ালপেপার।
  • কয়েক সিস্টেমে লকিং সুবিধা।
  • এনিমেশন ব্যাটারফ্লাই।
  • লকস্ক্রিন অসাধারন কিছু মিউজিক।
  • কাস্টোমাইজিং।
  • ডিসপ্লে অল নটিফিকেশন।
  • Support change clock/date text color,text size and text fonts.
  • চেইঞ্জ ডিভাইজ নেম এন্ড অপারেটর নেম।
  • upport swipe to remove notifications।
এছাড়াও আরো অনেক গুলো ফিচার পাবেন যা আপনার মন কেরে নিবে।
locks1

অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

Read more ...

Tuesday, February 2, 2016

কিভাবে সাইট ম্যাপ গুগলে সাবমিট করবেন ?

google-sitemap-submit-blogger-blogপ্রথমে Google Webmaster Tools  এ ক্লিক করুন তারপর আপনার ব্লগ এর Email এবং Password দিয়ে লগ অন করুন তাহলে আপনি আপনার ব্লগ এর হোম পেজ দেখতে পাবেন । সেখানে ডান পাশ থেক Manage Site এ ক্লিক করুন তারপর  Add or Remove Users এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Manage Site Owners এ ক্লিক করুন তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেখান থেকে Verify Using Different Method এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

Verify Using Different Method এ ক্লিক আর একটি পেজ ওপেন হবে সেখান থেকে HTML TAG এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

এবার ওই পেজ এর উপরে দেখুন একটা Mata tag - মেটা ট্যাগ দেখতে পাবেন সেটি কে কপি করে নিন । নীচের চিত্রে দেখুন । 

এবার অন্য একটি ব্রাউজার এর অন্য একটি ট্যাব ওপেন করে আপনার ব্লগ এর ড্যাশ বোর্ড এ জান । তারপর Edit HTML এ ক্লিক করে নীচের কোড টিকে খুজে বার করুন ।
<head>


এবার কপি করা মেটা ট্যাগ টিকে উপরের কোড এর ঠিক নীচে পেস্ট করুন নামে বসিয়ে দিন । নীচের চিত্রে দেখুন । 



এবার Template সেভ করে বেরিয়ে আসুন Google Webmaster Tools এ এবং যেখান থেকে মেটা ট্যাগ কপি করেছিলেন তার নীচে VERIFY বটনে ক্লিক করে VERIFY করে নিন । নীচের চিত্রে ।  

উপরের কাজ ঠিক ভাবে করলে VERIFY করার পর আপনাকে Congratulations Message দিবে সেখানে Continue এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

এবার  Google Webmaster Tools ড্যাশবোর্ড থেকে Site map - সাইট ম্যাপ এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন । 

এবার ডান পাশ থেকে Add/Test Sitemap এ ক্লিক করে সেই ফাকা ঘরে নীচের কোডটি কপি করে  Add/Test Sitemap এর ঘরে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 

/feeds/posts/default?orderby=UPDATED


উপরের মত একি ভাবে Add/Test Sitemap বাটনে ক্লিক করে নিচের লাইনটি বসিয়ে ।

sitemap.xml



এবার Submit Sitemap এ ক্লিক করুন । তাহলে নীচের মতো আসবে সেখানে Refresh the page এ ক্লিক করুন । 

ব্যাস হয়েগেল আপনার ব্লগ এর সাইট ম্যাপ গুগল এ সাবমিট করার । নীচের চিত্রে দেখুন । 


আশাকরি আপনাদের বুজতে কোন সমস্যা হল কোন সমস্যা হলে আমি আছি । খুব কষ্ট করে পোস্ট গুল করছি শুধু মাত্র আপনাদের জন্য তাই একটি কমেন্ট করে জানতে ভুলবেন না ক্যামন লাগলো ।
Read more ...