Page

BTCClicks.com Banner

Tuesday, April 19, 2016

জারা এখোনো T RAFFICMONSOON একটা একাঊন্ট ব্যবহার করছেন তারা দেখেন কিবাবে আপনার রেফারেলে একাদিক একাঊন্ট এ কাজ করবেন কোন প্রকার জামেলা ছারা জারা এখোনো একাউন্ট বেরিফাই করতে পারেন নাই তারা এদিকে আসেন

আপনারা সবাই জানেন যে T RAFFICMONSOON একটি ট্রাস্টেড সাইট। যেটা instant প্রেমেন্ট দেয়।এবং এখন প্রতিদিন প্রায় 0.32$ এর cash link দেয়। আপনারা হয়তো অনেকেই কাজ করেন তবে মাএ একটি একাউন্ট এ। তা হলে আপনাকে বলছি আমার টিমে কাজ করুন আমি আপনাকে সিখিয়ে দিবো কিবাবে আপনার রেফারে আপনি একটা পিছি তে অনেক গুলা একাউন্ট এ কাজ করবেন।এবং নিজে কাজ করে দিনে ৫/৬$ ইনকাম করতে পারবেন
আপনার একাউন্ট বেন হবে
না মানে কোন প্রবলেম ই হবে না।
আমার টিমে কাজ করতে হরে যা যা লাগবে
১/ আপনার একটি পিছি থাকতে হবে
২/ইন্টারনেট কানেকসন, মোবাইল/ব্রডবেন্ড
৩/এবং হাতে অনেক সময়
৪/ skype থাকলে skype a কাজ বুজিয়ে দেয় হবে
যদি আপনে উপরের সবটা নিয়ম মেনে আমার টিমে কাজ করতে চান তবে আমার সাথে যেগাযোগ করুন
জারা এখোনো একাউন্ট বেরিফাই করতে পারেন নাই তারা যোগাযোগ করুন
আমার ফোন নাম্বার : ০১৭৯৬৩১৭৪৮৭
আপনারা সবাই জানেন যে TRAFFICMONSOON একটি ট্রাস্টেড সাইট। যেটা instant প্রেমেন্ট দেয়।এবং এখন প্রতিদিন প্রায় 0.32$ এর cash link দেয়। আপনারা হয়তো অনেকেই কাজ করেন তবে মাএ একটি একাউন্ট এ। তা হলে আপনাকে বলছি আমার টিমে কাজ করুন আমি আপনাকে সিখিয়ে দিবো কিবাবে আপনার রেফারে আপনি একটা পিছি তে অনেক গুলা একাউন্ট এ কাজ করবেন।  নিজে কাজ করে দিনে ৫/৬$ ইনকাম করতে পারবেন আপনার একাউন্ট বেন হবে
Read more ...

Thursday, April 14, 2016

ফেসবুকে আসছে নতুন তিন ফিচার faceboof

ডেভেলপারদের কাছ থেকে প্রচুর ‘লাইক’ পাওয়ার আশা করছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এফ ৮ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে তিনটি নতুন টুল উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ফিচারগুলো দিয়ে ডেভেলপাররা সহজে তাঁদের অ্যাপের মধ্যে গ্রাহকবান্ধব ফিচার যুক্ত করতে পারবে। ১৫ টি দেশের ৭০ জন ডেভেলপারকে দিয়ে পরীক্ষা চালিয়ে নতুন তিনটি টুল উন্মুক্ত করেছে ফেসবুক।
এ টুলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট কিট যা নতুন অ্যাপ ব্যবহারকারীকে তাঁর শুধু ফোন নম্বর বা ইমেইলে অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে দেবে। এতে ইন-অ্যাপ ফরম পূরণ বা ফেসবুকের পুরো নাম, পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
ফেসবুকের প্ল্যাটফর্ম প্রডাক্ট ব্যবস্থাপক এডি ও’নেইল ইউএসএ টুডেকে বলেন, ‘সাইন আপ প্রক্রিয়ার ঝামেলা এড়াতে চেয়েছি আমরা। ভারতের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন এই ফিচার ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়ায় ৩০ শতাংশ উন্নতি দেখেছে।’
কোট শেয়ারিং
ফেসবুকের ডেভেলপার প্ল্যাটফর্ম গ্রুপের প্রধান ডেব লিউ তাঁর কি নোট দেওয়ার সময় ফেসবুকের কোট শেয়ারিং ফিচারটির কথা বলেন। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তাঁর প্রিয় লেখাটির কোনো কপি-পেস্ট ছাড়াই হাইলাইট দেখতে পাবেন। ইউএসএ টুডের প্রতিবেদনে প্রথম আলোর খবরে ফেসবুক কোট শেয়ারিং ফিচারটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
ফেসবুক সেভ বাটন নামের আরেকটি নতুন ফিচার উন্মুক্ত করেছে, যা ২০১৪ সালে সেভ অন ফেসবুক ফিচারটির মতোই ব্যবহারকারীকে তাঁর প্রিয় লেখা, পণ্য, ভিডিও ফেসবুক সেভ ফোল্ডারে সংরক্ষণ করার সুবিধা দেয়। ও’নেইল বলেন, উন্নত যোগাযোগের সুবিধার্থে এ ফিচার আনা হয়েছে।
ও’নেইল বলেছেন, নতুন সেভ বাটন ডেভেলপারদের নতুন গ্রাহক আকৃষ্ট করতে কাজে লাগবে। প্রতি মাসে ফেসবুকের মধ্যে ২৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের মধ্যে বিভিন্ন বিষয় সংরক্ষণ করে রাখে। অন্য অ্যাপের ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত করতে চাই।
Read more ...

Tuesday, April 5, 2016

পেইপ্যাল সেবায় বাংলাদেশ PayPal for bangladesh

বাংলাদেশে চালু হতে যাচ্ছে অনলাইন আউটসোর্সিং খাতের জনপ্রিয় অনলাইন মার্চেন্ট পেইপ্যাল। চলতি বছরের মধ্যেই এই সেবা বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক, যার প্রত্যাশায় রয়েছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের
উদ্যোক্তারা।
তিনি বুধবার বলেন, “ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেইপ্যাল সেবার পুরোপুরি না এলেও এই পেমেন্ট সিস্টেমের বেশিরভাই সুবিধা বাংলাদেশ পেতে যাচ্ছে।”
পেইপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান, যারা অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করতে সহায়তা দিয়ে থাকে। অননলাইন স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেনের পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে পেইপ্যালের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পলক বলেন, তাদের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির তালিকায় নিয়ে আসতে কৌশলগত দিক নিয়ে কথা হয়েছে।
এছাড়া বাংলাদেশে ব্যবসার সুযোগ, নীতিমালা, অবকাঠামো সুবিধা ও ফ্রিল্যান্সারদের কাজকর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের।
পেইপ্যাল কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “পেইপ্যালের একটি প্রতিষ্ঠান জুম এ বছরের মধ্যেই বাংলাদেশ কাজ শুরু করবে বলে আশা করি। এর মাধ্যমে পেইপ্যাল যে সেবা দেয়, তার ৮০ ভাগ পাওয়া যাবে।”
জুম বাংলাদেশ কাজ শুরুর পর পেইপ্যালের পুরোপুরি সুবিধা চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন পলক। বর্তমানে প্রায় ১৪ কোটি ৭০ লাখ ব্যবহারকারী ২৬টি মুদ্রায় পেইপ্যালের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
একটি পেইপ্যাল একাউন্ট খোলার জন্য কোনো ব্যাংক একাউন্টের ইলেকট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে। পেইপ্যালের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রহীতা পেইপ্যাল কর্তৃপক্ষের কাছে চেকের জন্য আবেদন করতে পারে, অথবা নিজের পেইপ্যাল একাউন্টের মাধ্যমে খরচ করতে পারে অথবা তার পেইপ্যাল একাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাংক একাউন্টে অর্থ জমা করতে পারে।
বিশ্বের ৩৭টি দেশে প্রায় ১৩ লাখ গ্রাহককে অনলাইন অর্থ লেনদেন সেবা দিচ্ছে জুম। অনলাইন অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান জুমকে এ বছরের মধ্যেই কিনে নিচ্ছে পেইপ্যাল।
মেক্সিকো, ভারত, চীনসহ অন্যান্য দেশে সেবার পরিধি বাড়াতেই পেইপ্যাল জুম কিনছে বলে গণমাধ্যমে প্রকাশ।
ঈদের ছুটির আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জুম সেবা দেশে শুরুর বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গর্ভনর এবং তারপর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। বিষয়টি মন্ত্রিসভা বৈঠকেও জানাবেন বলে প্রতিমন্ত্রী জানান।
২০১১ সালে থেকে বাংলাদেশ পেইপ্যাল এর সেবা শুরুর বিষয়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েকটি অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেইপ্যাল চালুর আশ্বাসও দিয়েছিলেন।
বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেজা, স্ক্রিল ও পেওনিয়ার সেবা দিচ্ছে।
Read more ...