Page

BTCClicks.com Banner

Sunday, January 31, 2016

ফেসবুক আইডির নিরাপত্তা সর্বোচ্চ করুন...

http://sobujsoft09.blogspot.com/2016/01/Facebook-haking.html
আসুন নতুন জীবন গড়ি


এমনিতে ভাবলে ফেসবুক এর জগত টা কিছুই না আবার অন্যভাবে ভাবলে এই জগতটা অনেক গুরুত্বপূর্ন
ভার্চুয়াল জগত টা ও আমাদের ব্যক্তিগত জীবনের সাথে বিভিন্ন ভাবে সম্পর্কিত থাকে… সুতরাং ব্যক্তিগত জীবনের শত্রুতা থেকেও হতে
পারে আপনার ফেসবুক আইডি হ্যাক।
হতে পারে আপনার শত্রু যে কিনা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত … সে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা কম থাকার সুযোগ নিয়ে আইডিতে লগিন করে ইচ্ছা মতো আপনার নামে আপনারই প্রোফাইল থেকে উলটা পালটা কথা রটানো শুরু করলো… ব্যাপার টা কিন্তু অনেক ভয়ংকর এবং আপনার ব্যাক্তিগত জীবনেও অনেক বড় প্রভাব ফেলতে পারে… সুতরাং ব্যাক্তিগত জীবনে ঝামেলা বিহীন থাকার জন্যও আমাদের উচিত ফেসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা…
আপনাদের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করার জন্যই আজকে আমার এই পোষ্ট…
চলুন শুরু করা যাক-

ফেসবুক সিক্যুরিটি কোয়েশ্চনঃ

ফেসবুক আইডির একসেস নেয়ার জন্য এটি বহুল ব্যবহৃত একটি পন্থা…
ধরুন আপনি ফেসবুক খোলার প্রথম দিকে বুঝে না বুঝে সিক্যুরিটি কোয়েশচন এড করেছিলেন এবং সেটার উত্তর মোটামোটি ভাবে আপনার শত্রুও আন্দাজ করে বের করে ফেলছে… তারপর যদি ২৪ ঘন্টা একাউন্ট এ লগিন না করেন শত্রু ইচ্ছা করলেই আপনার একাউন্ট এর একসেস নিয়ে নিতে পারবে।
ফেসবুকে এই সিক্যুরিটি কোয়েশ্চন এর উত্তর একবার আপডেট করলে পরবর্তী তে আপডেট করার ও উপায় নেই।
কোয়েশ্চন গুলা ও সাধারনত এরকম হয়
-আপনার দাদার পেশা কি?
-আপনার প্রিয় শিক্ষকের নাম কি?
যেগুলার উত্তর আপনার সম্পর্কে কেউ খোজ খবর নিয়ে খুব সহজেই বের করে নিতে পারবে । সুতরাং আপনার একাউন্ট এ যদি এরকম সিক্যুরিটি কোয়েশ্চন এড করা থাকে এমন টা হতেই পারে যে একদিন পর ফেসবুকে লগিন করে দেখলেন আপনার একাউন্ট হ্যকড!

বাঁচার উপায়ঃ

খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন… এই ধরনের হ্যাক এক্টিভিটি থেকে বাচার জন্য নিচের প্রসেস ফলো করুন।
  • ফেসবুকে লগিন করুন
  •  Settings এ যান
  • Security তে  যান
  • Trusted Contacts এ গিয়ে আপনার পরিচত এবং বিশ্বস্ত ৩ জন বন্ধুকে ট্রাষ্টেড কন্টাক্ট হিসেবে বাছাই করুন
ব্যাস… এখন আর কেউ সিক্যুরিটি কোয়েশ্চন মেথড আইডি এর একসেস নিতে পারবে না উত্তর জেনে ফেললেও…
বিঃদ্রঃ Trusted Contact লিষ্ট সব সময় আপডেট করবেন এবং যেন আপনার ৩ জন বন্ধু এই লিষ্টে সব সময় এড করা থাকে সেটা নিশ্চিত করবেন।

মোবাইল নম্বরঃ

আমরা ফেসবুকে নম্বর এড করে রাখি যেন এই নম্বর দিয়ে পরবর্তীতে আইডির পাসোয়ার্ড রিকভার করে নিতে পারি।
কিন্তু এই ফোন নম্বর ব্যবহার মাধ্যমেই যে কেউ আপনার আইডি হাতিয়ে নিতে পারে।
আপনি বলতে পারেন আপনার সীম তো আপনার কাছেই থাকে… তবে কীভাবে আপনার নম্বর ব্যবহার করেই আইডি হাতিয়ে নিবে?
উত্তর হলো ভাই এটা বাংলাদেশ… টাকার বিনিময়ে সব কিছুই পসিবল….আপনার শত্রুর  যদি কাস্টমার কেয়ার এ কাজ করে এমন কারো সাথে জানাশোনা থাকে এবং সে চায় আপনার নম্বর তার নামে রিপ্লেস করতে সে এটা পারবে … টাকার বিনিময়ে হোক অথবা সখ্যতার বিনিময়ে…

বাঁচার উপায়ঃ

  • প্রথমেই চেষ্টা করুন এমন নম্বর ফেসবুকে এড করে রাখতে যেটার খবর কেউই জানে না… অর্থাৎ সিক্রেট কোন নম্বর
  • অথবা যদি সবাই জানে এরকম নম্বর ই এড করে রাখতে চান তবে অবশ্যই সঠিক কাগজ পত্র দিয়ে নম্বর টা ভেরিফাই করে নিন এবং অন্য কেউ যেন আপনার নম্বর নিজের নামে রিপ্লেস করতে না পারে সে ব্যাবস্থা গ্রহন করুন।

ইমেইলঃ

আপনার একাউন্ট এ যে ইমেইল টা এড আছে সেটা হ্যাক করার মাধ্যমেও হ্যাক হতে পারে আপনার ফেসবুক।সুতরাং আপনার ইমেইল আইডির সর্বোচ্চ নিরাপত্তা দান ও ফেসবুক সিক্যুরিট এর মাঝে পরে।

বাঁচার উপায়ঃ

  • এমন একটা ইমেইল ব্যাবহার করুন যেন সেটা সহজেই কেউ আন্দাজ করতে না পারে…
  • জিমেইল একাউন্ট ব্যাবহার এর চেষ্টা করুন । ইয়াহু ব্যবহার করলে কয়েকদিন পর পর লগিন করুন… কারন ইয়াহু একাউন্ট এ এক নাগারে কয়েক মাস লগিন না করলে একাউন্ড ডিজেবল করে দেয়।
  • ইমেইল আইডির নিরাপত্তার জন্য সবাই জানে এমন ইমেইল ব্যবহার করলে অই ইমেইলে এমন ফোন নম্বর ব্যাবহার করুন যেটা কেউ জানেনা এবং ফোন নম্বর সম্পর্কে জানলেও কেউ রিপ্লেস করতে পারবে না সেটা নিশ্চিত করুন। সীম নিজের নামে রেজিষ্ট্রেশন করে নিন।

ফিশিংঃ

ফিশিং হলো এক প্রকার ফাঁদের মতো।এর মাধ্যমেও অনেকে আপনাকে বোকা বানিয়ে আইডি হাতিয়ে নিতে পারে।
ফিশিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে নকল একটা ওয়েবপেইজ যেটা আসলটার মতো দেখতে তৈরী করা হয় এবং ভিক্টিম কে সে নকল সাইটের লিংক টা দেয়া হয়।। ভিক্টিম যদি সেই নকল সাইটকে আসল ভেবে লগিন করে তখন ভিক্টিম এর ইউজার নেম/পাসোয়ার্ড চলে যায় ফিশিং সাইট যে তৈরী করেছে তার হাতে।

বাঁচার উপায়ঃ

  • কেউ যদি আপনাকে ইনবক্সে কোন লিংক দিয়ে সেখানে গিয়ে লগিন করতে বলে এবং বিভিন্ন টাইপ লোভ দেখায় তবে লগিন করবেন না..যদি লগিন করেন ও অবশ্যই অই সাইটের ওয়েব লিংক[http://example.com] টা আসল নাকি মিলিয়ে নিবেন ।
  • যদি কখনো মনে করেন আপনি ফিশিং সাইটে ইউজার নেম এবং পাসোয়ার্ড দিয়ে ফেলেছেন সাথে সাথে সে পাসোয়ার্ড পরিবর্তন করে নিবেন।

ফেসবুক এপঃ

ফেসবুক এপ ব্যবহারের মাধ্যমেও আপনার আইডিতে এপ ডেভেলপার একসেস টোকেন এর সাহায্যে যেকোন কিছু পোষ্ট করতে পারে।তা কোন ফেসবুক এপকে একসেস দেয়ার সময় দেখে নিন সেটা বিশ্বস্ত কিনা এবং কোন এপ প্রয়োজনের বেশী একসেস চাইলে [পেজ একসেস/মেসেজ ভিও একসেস ] যেটা তাদের দরকার নেই তাহলে সে এপ ব্যাবহার না করাই ভালো ।

এইসব সতর্কতা গুলো মেনে চললে আপনার আইডি সহজে কেউ হ্যাক করতে পারবে না।
ফেসবুক এ Sobujsoft09 এর সব আপডেট পেতেঃ Sobujsoft09 কে ফেসবুকে লাইক করুন
Read more ...

অাপনার Android ফোনের জন্য ডাউনলোড করুন নতুন একটি প্র‍িমিয়াম Launcher

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার। Android ফোনের জন্য নিন দারুন এবং নতুন একটি Launcher। এটা একবার ব্যবহার করে দেখুন ভালো লাগবে।


তো দেরি কেন প্রথমে নিচ থেকে সফটওয়্যটি ডাউনলোড করে নিন :-

Click Here To Download

চলুন এই সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য দেখে নিইঃ
Prime Features
Private folder; Super folder
App Lock
Double tap to turn off screen, triple tap to turn on
More Unread Counts/Notifier
More gestures; Icon gestures
More transition effect
Transparent StatusBar Clone for Android 4.0-4.3
Features
M Launcher is based on the latest Android launcher, support for Android 4.0+ devices
Support icon theme, compatible with 5000+ third-party icon packs; Many live wallpapers and cloud based wallpapers
Able to change launcher desktop and drawer grid size, lock desktop, etc
4 UI Size Mode, easy to change the icon size
4 drawer style: horizontal, vertical, vertical with category, list style
12 desktop and drawer transition effect;
There are about 200+ options to customize launcher to what you like, make your launcher personalized
It include handy features, such as cleaner, toggle, torch, favorite apps and more;
And you can drag-out Sidebar from anywhere
Features to hide app, create folders, sort app and more;
And drawer has Quick A-Z bar to help to quickly locate app; it also support multi groups(multi tabs)
Many features to protect your privacy, such as app lock, lock hidden apps, private folder and guest mode
Power Saver(include CPU monitor, Greenify hibernate, startup management),
Booster(one tap to boost phone),
Switcher,quick to manage all the switcher in one place, more handy then system’s
M Launcher provide almost ALL the handy tools that you will need to manage your devices well
Many gestures and Dock icon gestures
Unread Counts/Notifier for SMS, MAIL, Missed CALL, Whatsapp etc
Backup and restore launcher setting and layout; Support import layout from other launchers
আশা করি আপনাদের ভালো লাগবে।
Read more ...

Friday, January 29, 2016

আপনার এন্ড্রয়েড মোবাইলে ডাটা অন করলেই কি অ্যাড চলে আসে ? সমাধান এখানেই

বর্তমান কিছু কিছু এন্ড্রয়েডএ ডাটা অন করলেয় অ্যাড চলে আসছে তাই মাঝেমাঝে বিব্রত অবস্থায় পরে যাচ্ছেন!
অনেক গ্রুপের মেম্বার ঈ তাদের সমস্যার কথা বলছেন যে ফোনে Alarm controller,proc,txvpn,core,Haha,mobileocr নামক মারাত্মক ম্যালওয়ার গুলো অটোমেটিক ইন্সটল হয়ে যাচ্ছে!তাই আজ এই সকল সমস্যার সমাধান কল্পে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ এর পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে সকল নিষিদ্ধ সাইট,ম্যালওয়ার কে ব্লক করে আপনার প্রিয় এন্ড্রয়েড টিকে রাখতে পারেন একদম নিরাপদ।কিন্তু এজন্য আপনাকে অবশ্যই রুট ইউজার হতে হবে।

*প্রথমে যাদের ফোনে CWM করে ব্যাকআপ নেয়া আছে তারা এই জিপ ফাইল টি ডাউনলোড করুন।
ডাউনলোড লিংক:ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (1.8 mb)
ডাউনলোড শেষে আপনার জিপ ফাইলটি মেমোরি কার্ডের কোনো ফোল্ডারে না রেখে বাইরে রাখুন।তারপর Recovery Mod এ গিয়ে সেটা ফ্লাশ করলেই হয়ে যাবে।এন্ড তারপর থেকে উপরোল্লিখিত বিপদ গুলো থেকে নিরাপদ হয়ে যাবেন।
আবার কখনো এঈ সার্ভিস টি আনইন্সটল করতে চাইলে এই ফাইল টি সংগ্রহে রেখে দিতে পারেন।
Click Here To Download (943 kb) এবং এটিও একইভাবে ফ্লাশ করবেন।
.
কিন্তু যাদের CWM করা নেই তারা এই দুটি অ্যাপ ডাউনলোড করে নিন।
*Set DNS:Click Here To Download (856 kb)
*Crossbreeder: Click Here To Download (32 KB)
এবার Set DNS ইন্সটল করে যেখানে Google DNS লেখা আছে সেখানে ক্লিক করে কাস্টম করে দিন।এবার DNS 1 এ 220.67.222.123 এবং DNS 2 তে 220.67.220.123 লিখে Apply এ ক্লিক করুন।বা Custom না দিয়ে Family Shield ও করে দিতে পারেন।
দেন Crossbreeder অ্যাপ ইন্সটল করে সকল কিছু অন করে ফোন রিবুট দিন।ইনশাআল্লাহ আপনার ম্যালওয়ার,অ্যাড,অ্যাডাল্ট জাতীয় যাবতীয় সকল সমস্যা দূর হয়ে যাবে।

Set DNS:



*Crossreeder:

Read more ...

আজ আপনাদের জন্য নিয়ে এলাম অ্যান্ড্রয়েড এর জন্য অসাধারণ একটি Premium MP3 Music Player

অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।

গান শুনতে আমরা কে না পছন্দ করি।আর আপনার গান শুনার অভিজ্ঞাতা বদলে দিতে নিয়ে আসলাম অসাধারন একটি প্লেয়ার যার অনেক অনেক ফিচার আপনাকে মুগ্ধ করবেই।কি নেই এই প্লেয়ারে।সবচেয়ে বড় কথা এই অ্যাপটি সম্পূর্ণ পেইড যার ফলে সব ফিচার একদম আনলক পাবেন।
সংখিপ্ত একটা রিভিউ দিলে মন্দ হয় না কি বলেন।
অ্যাপ নেম Black Player EX
যেকোন এন্ড্রোয়েট ভার্সনে সাপোর্টেড।
রেটিং- ৪.৬
BlackPlayer Exclusive - Premium MP3 Music Player
Extra features:

- Folder view
- 6 Extra Fonts, including option to use System font.
- 11 Color accents.
- 4 Extra Themes
- White Widget theme.
- Extra Track information in Now Playing. Bitrate, samplingrate and format.
- Customizable crossfading
- Screen Always on option.
- Change the Library startpage.
- Customize the Library pages completely. Add, Remove and sort.
- Custom grid size for Artist & Albums.
- Show Bitrate, samplingrate and format in Now Playing page.
- Manually search and set Artist images.
- Blacklist Folders and Tracks
- White widget theme.
- Zap, discover your music fast with this smart function. Auto plays random music tracks for 5 seconds each.
- Floating window control widget
- Visualizer, customizable (Beta)
- Widget and Notification customizations.
- Change notification text color and background.
- View Artists as bigger grid.
- View Genres as List and as Big list.
- Custom 4x1 Widget transparency.
- Played Tracks can be tracked monthly instead of weekly.
- Blur effect to Lockscreen or Widget.
- 2 Extra text animations
- 1 Extra transition effect
- Show queue position in widget.
- Add "PLAYLISTS" page to the Library.
- Hide any of the Sliding pages.
- Sort Artist albums.
- Developer love!
BlackPlayer standard features:

- Plays standard locally stored music files, such as mp3, flac and wav.
- Build-in Equalizer, BassBoost, Virtualizer, Left/Right sound balance.
- Gapless playback
- Tag editor
- 3D Transition effects
- 3 Widgets
- Lyrics viewing and editing.
- Lockscreen control support
- Sleep Timer
- Interchangeable fonts and themes.
- Weekly most played tracks

সহ আরো অনেক ফিচার পাবেন।আর তাছাড়া অ্যাপটি সম্পূর্ণ পেইড ভার্সন বলে কোন প্রকার এডের সম্মুখীন হতে হবে না।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now → Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
-:অ্যাপ ডাউনলোড লিংক:-

প্রথম ক্লিক অ্যাড আসবে অ্যাডটা কেটে দিয়ে আবার ক্লিক করুন ব্যাচ ডাউনলোড শুরু

Read more ...

বিশাল সংকটে বাংলাদেশের বাজার মাতানো দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং

বাংলাদেশের বাজার মাতানো দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিশ্বব্যাপি মার্কেট শেয়ার কমতির দিকে। প্রতিষ্ঠানটির স্মার্টফোন ও সেমিকন্ডাক্টার বিক্রি আগের তুলনায় অনেকটাই কমে গেছে যা মুনাফাতে বিরূপ প্রভাব ফেলেছে।




চীনের স্বল্পমূল্যের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং চীনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিনিয়ত হার মানতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।পূর্ববর্তী ১২ মাসের সঙ্গে তুলনা করলে ২০১৫ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৬,৫৫০ কোটি ডলার।
এ প্রসঙ্গে এবিআই রিসার্চ-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক জেক সন্ডার্স বলেছেন, “প্রতিষ্ঠানটি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, কারণ তাদের প্রায় অর্ধেক আয়ই আসে মোবাইল ডিভাইস থেকে।”
অন্যদিকে গ্যালাক্সি এস৬ স্মার্টফোন উন্মোচন করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করলেও বাজারে অবস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।
চীনা স্মার্টফোন নির্মাতা শিয়াওমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো বড় বাজারের ব্যবসা ইতোমধ্যে খুব ভালোভাবে ধরে ফেলেছে বলেই জানিয়েছেন সন্ডার্স। যেখানে আাগে স্যামসাং স্মার্টফোনের আধিপত্য ছিল। যদিও বাংলাদেশের মার্কেটে এখনও ভালো অবস্থানে আছে স্যামসাং মোবাইল ডিভিসন।
স্যামসাং এর তরফ থেকে বিভিন্ন সময় আশারবানী শোনা গেলেও খোদ নিজ দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার ২ শতাংশ কমেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিষ্ঠানটি নিজেদের সেমিকন্ডাক্টার ব্যবসাও ঠিক রাখতে পারছে না। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিষ্ঠানটি আইফোনের জন্য উপাদান তৈরি করে থাকে, বর্তমানে আইফোনের বিক্রিও কমতির দিকে।
সবশেষে দেখা যাক প্রতিষ্ঠানটি কিভাবে এই বৈরী অবস্থান থেকে বের হয়ে আসে।
Read more ...

Monday, January 25, 2016

PAYZA ব্যবহারকারীদের জন্য সুখবর। PAYZA এর সাথে Bkash অ্যাকাউন্ট যোগ করুন

গত কিছুদিন আগেই payza এর সাথে BKASH চুক্তিবদ্ধ হয়েছে। এটা বাংলাদেশি ফ্রীলেঞ্চারদের জন্য অনেক বড় সুখবর।এখন যেকোনো PAYZA ব্যবহারকারী তাদের BKASH অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।অল্প কিছুদিনের মাঝে হইত আরেকটি অফার নিয়ে আসবে পেইজা যেখানে পেইজা থেকে আপনার BKASH অ্যাকাউন্ট এ টাকা আনতে পারবেন।তাই যাদের পেইজা অ্যাকাউন্ট নেই অথবা যারা অনলাইনে কাজ করার পর টাকা তুলতে পারছেন না তারা এখনি একটি অ্যাকাউন্ট খোলে ফেলুন। কিভাবে পেইজা অ্যাকাউন্ট খোলতে হবে, ভেরিফায় কিভাবে করতে হবে এবং কিভাবে BKASH থেকে টাকা পেইজা অ্যাকাউন্ট এ যোগ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি।
প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করে ফেলুন।
রেজিস্ট্রেশান করতে নিচের চিত্র গুলো দেখে কাজ করুনঃ
১) এই লিঙ্ক এ যাওয়ার পর নিচের চিত্র এর মতো আসবে। তারপর get your personal account এ ক্লিক করুন।

২) তারপর নিচের চিত্র এর মতো আসবে। তারপর আপনার country সিলেক্ট করুন। personal এর নিচে select লেখাই ক্লিক করুন।

৩) এখন নিচের চিত্র এর মতো আসবে।

এখানে আপনি ছেলে হলে mr এবং মেয়ে হলে mrs বা আপনার অন্য কোন উপাদি থাকলে তাও ব্যবহার করতে পারবেন।
তারপর আপনার FIRST NAME (নামের প্রথম অংশ) LAST NAME (আপনার নামের দ্বিতীয় অংশ)email এর জায়গায় আপনার ইমেইল আইডি দিন, তারপর আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিন। সবশেষে GET STARTED এ ক্লিক করে অ্যাকাউন্ট খোলে ফেলুন।
এখন আপনার ইমেইল এ একটি ভেরিফিকেসন লিঙ্ক যাবে। লিঙ্ক এ ক্লিক করে ইমেইল ভেরিফাই করে ফেলুন।
এখন আপনার পেইজা অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে হবে, এজন্য আপনার জাতীয় পরিচয় পত্র, এবং এক কপি ফটো লাগবে।
পেইজা অ্যাকাউন্ট ভেরিফাই করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১) আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনার নামের উপর ক্লিক করুন
অনেকগুলো অপশন আসবে তার মাঝখান থেকে verification লেখার উপর ক্লিক করুন।

২) এখন document validation এর উপর ক্লিক করুন।

৩)তারপর national id card লেখার উপর ক্লিক করুন। আপলোড ফাইল লেখার উপর ক্লিক করে প্রথমে আইডি কার্ড এর ফ্রন্ট পেজ, তারপর ব্যাক পেজ এবং শেষের টাতে আপনার নিজের ফটো আপলোড করুন।

তারপর NEXT লেখার উপর ক্লিক করুন।
৪) তারপর নিচের চিত্রের মতো আসবে

এখন ৪-৫ দিন সময় লাগবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে।
অ্যাকাউন্ট ভেরিফাই হউয়ার পর এরকম লেখা আসবে

ব্যাস, হয়ে গেলো আপনার একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনাইন এ কেনা কাটাকরতে পারবেন। অনাইনে কাজ করে তার অর্থ আপনি এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার হাতে পাবেন। পেইজা বাংলাদেশের সব ব্যাংক সাপোর্ট করে তাই আপনি যেকোনো ব্যাংক এর মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন।
কিছুদিনের মাঝেই হয়ত আপনার পেইজা অ্যাকাউন্ট থেকে টাকা আপনার bKash অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন।
এখন দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।
নিচের চিত্রগুলো দেখলেই বুজতে পারবেন।
প্রথমে add fund  এ ক্লিক করুন, তারপর bKash লেখার উপর ক্লিক করুন।

এখন নিচের চিত্রটি খেয়াল করুনঃ

আপনার মোবাইল থেকে *২৪৭# এ ডায়াল করে বিকাশ অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।
তারপর যে নাম্বার এ টাকা পাঠাবেন ওই জাইগায় পেইজার বিকাশ নাম্বার ০১৭৫৭৬৯৬১২৭ দিন
কতো টাকা পাঠাবেন তা দিন
রেফারেঞ্চ নাম্বার দিন
counter নাম্বার এ ১ দিন
তারপর আপনার ফোন এ একটি এসএমএস আসবে, এসএমএস এ একটি transaction id দেওয়া থাকবে তা আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করে উপরের চিত্রে দেখানো জাইগায় দিন।
তারপর create transaction এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার পেইজা wallet এ ক্লিক করে দেখুন আপনার পেইজা অ্যাকাউন্ট এ টাকা যোগ হয়ে গেছে।
যদি সাথে সাথে যোগ না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার অ্যাকাউন্ট এ লগিন করুন দেখবেন ঠিক এ টাকা যোগ হয়ে গেছে।
কোন কিছু বুজতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।
Read more ...

Thursday, January 14, 2016

GP র ধামাকা অফার 40 taka 8gb data

GP র নুতুন বছরের নতুন অফার 40 টাকাই ৮ GB ইন্টারনেট ডাটা কিভাবে পাবেন আর কোন কোন সিমে পাবেন চেক করতে এখানে
Read more ...

Saturday, January 9, 2016

খুব সহজেয় Facebook ফটো ভেরিফিকেশন ঠিক করুন

Facebook এখন আমাদের সবারই প্রিয়। আর এই প্রিয় জিনিসটা যদি কখনো লক মানে ফটো ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কষ্ট লাগে । তখন আমরা যে ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারে তার কাছে যাই। না হলে টাকা দিয়ে ঠিক করতে হয়। আমারও ২ টা আইডি ফটো ভেরিফিকেশন হয়ে ছিল আমিও টাকা দিয়ে ঠিক করে ছিলাম । তার পর ওরা যদি ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারে তাহলে আমি কেন পারবনা তাই এক দিন চেষ্টা করলাম দেখলাম ফটো ভেরিফিকেশন ঠিক হয়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আসল কথাই আসি 
***যেভাবে লক খুলবেনঃ প্রয়োজনীয় উপকরণঃ (১) একটি সাদা খাতা (২) একটি কলম
প্রথমে আপনার আইডি লগইন করুন তারপর Continue ক্লিক করে Captcha এনট্রি করে Start এ ক্লিক করুন দেখবেন ফটো সাথে কিছু নাম।
যে ফটোটা আসবে তার নাম
খাতায় লিখে রাখুন। যেমন টিনের চালে কবুতরের একটি ছবি এসেছে।
আপনি খাতায় লিখুন ""টিনের
চালে কবুতর""। এরপর এর
পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব
লোকের নাম দিয়েছে তাদের নাম
পরিষ্কার করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম
এবং ফেসবুকের
দেয়া নামগুলো একটা একটা করে খাতায়
লিখে রাখুন ।
কোনটাতে ওকে দিবেন না ।
কমপক্ষে দশ মিনিট পর আবার
ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করবেন
এবং উপরে উল্লেখিত
নিয়মে আবার খাতায় সব
লিখে রাখুন ।
এভাবে চেষ্টা করলে দেখবেন
যে ফেসবুক আবার সেই আগের
ছবিগুলোই দিচ্ছে । এবার
মিলিয়ে দেখুন । প্রথমবার
"টিনের চালে কবুতরের
নিচে যে নামগুলা ছিলো পরেরবারের নাম
গুলোর সাথে মিলান । দেখবেন
একটা নাম মিল
আছে এবং এটা তারই ছবি ।
(প্রয়োজনে তৃতীয়বার খাতায়
লেখুন) আইডি খুলে গেলে দুই
রাকাত নফল নামাজ পড়ে মহান
আল্লাহর
প্রতি কৃতগ্গতা প্রকাশ
করতে ভুলবেন না প্লিজ। ๏
(পদ্ধতি ২)
ফটো ভেরিফিকেশন খোলার
সর্বশেষ পদ্ধতি===> ১.
গুগলে যান (অন্য
আরেকটা মোবাইল বা পিসি দিয়ে)
২. এখন আপনার
ফেবুতে ফটো ভেরিফিকেশনের
সময় একটি ছবির সাথে ৬ জন
বন্ধুর নাম থাকবে । ৩. গুগল
ইমেজ সার্চে লিখুন facebook
+ আপনার বন্ধুর নাম । যেমন:
আপনার বন্ধুর নাম sumon
bappy হলে লিখবেন
facebook+sumon
bappy ৪. এবার গুগল
সার্চে আপনি অনেক
ছবি দেখতে পাবেন। যদি কোন
ছবি আপনাকে ভেরিফাই
করতে দেওয়া ছবির
সাথে মিলে যায় তাহলে বুঝবেন
সেটা তারই ছবি । আর
যদি না মিলে তাহলে বাকি ৫
জনের নাম দিয়ে একইভাবে ট্রাই
করতে থাকুন।
৫.এভাবে প্রতিটা ফটোর
নিচে যে নামগুলা থাকে একটা একটা করে আগ
পর্যন্ত) ৬. এরপরেও
ছবিগুলো সনাক্ত
না করতে পারলে আপনি ২টি প্রশ্ন
স্কিপ করতে পারবেন। এছাড়াও
সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল
হলেও আপনাকে পাশ
করিয়ে দেওয়া হবে । প্রশ্নের
উত্তর ঠিকভাবে দেবার পর
আপনার পাসওয়ার্ড রিসেট
করতে বলা হবে । নতুন
পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই
আপনি আপনার একাউন্ট
ফিরে পেতে পারবেন ।
ভুল হলে মাপ করবেন ভাললাগলে Comment করুন।
আর না পারলে কল করুন ০১৭১৯৮০১৭১৩ আমি ঠিক করে দিব
আমার নতুন সাইট ঘুরে আসুন এমন আরো অনেক পোষ্ট আছে
Read more ...

Neobux থেকে প্রতিদিন 10$-20$ ডলার ইনকাম করুন ১০০% গেরান্টি

আমার ও অনলাইনে কাজ শুরু হয় পিটিসি সাইট দিয়ে । আমি প্রথম দিকে অনেক পিটিসি সাইট পেয়েছি যা বেশির ভাগই ভূয়া। তবে এই ভুয়া সাইট এর মধ্যে একটা সাইট পেয়েছি neobux  যারা অনলাইনে সেই ২০০৮ সাল থেকে পেমেন্ট করছে। এদের Payment Proof  দেখার জন্য এই লিংকে ক্লিক করুন neobux payment proof । এবার দেখুন এরা প্রতিদিন কত পেমেন্ট দিচ্ছে আসা করি এবার বুঝতে পারছেন এটি ভাল সাইট না খারাপ সাইট। আর এতো পুরানো কোম্পানি ভুয়া হওয়ার সম্ভাবনা অনেক কম। আমি এখন দুই একটা পিটিসি সাই্টে কাজ করি তার মধ্যে neobux একটি সাইট ।  তবে আপনি চাইলে অনলাইনে যাচাই করে দেখতে পারেন। neobux আপনাকে payza,paypal,neteller মাধ্যমে পেমেন্ট করবে। আপনার একাউন্টে ২ ডলার হলেই আপনি withdraw করতে পারবেন। তো চলুন দেখা যাক neobux এ কিভাবে কাজ করবেন।


প্রথমে এই লিংকে ক্লিক করুন neobux.com তারপর register Now Click করুন।

Step 1
নিচের মত করে ফর্মটি পূরণ করুন



Step 2
ফর্মটি পূরনের পর সাবমিট করলে আপনার ইমেল এ একটি Conformation Mail  আসবে সেখানে একটি লিংক পাবেন সেটি Copy করুন আপনার একাউন্ট Active করুন । এরপর  Login করুন







Step 3
Login করা হলে আমাদেরকে Ad দেখার মাধ্যমে ইনকাম করতে হবে তাই View Advertisements  বাটনে ক্লিক করুন



Step 4
View Advertisements  বাটনে ক্লিক করার পর দেখুন অনেকগুলো Ad এসেছে




Step 5
এখান থেকে Ad এ ক্লিক করুন
Step 6
এবার দেখুন একটা বল মত এসেছে এখানে ক্লিক করুন


Step 7
বলটিতে ক্লিক করুন নতুন একটা ট্যাব Open হবে Ad টি দেখুন তারপর ট্যাবটি Close করুন
এবার আসুন দেখি এই সাইট থেকে কি রকমের ইনকাম করতে পারবেন আপনি । শুরুতে আপনার ইনকাম খুবই কম হবে কিন্তু আপনি যদি ধৈর্য্য ধরে কাজ করেন তাহলে দেখা যাবে কিছু দিন পর দিনে মাএ ৫ মিনিট সময় দিলে মাসে আপনি ১৫৭৫ থকে ১৮০০ বা তার ও বেশি ইনকাম  করতে পারবেন এই সাইট থেকে।
আপনি Ad এ ক্লিক করে ডলার ইনকাম করতে পারেন। কিন্তু  আপনি যদি  বেশি ইনকাম করতে চান তাহলে আপনাকে Referral বানাতে হবে । Referral হল তারা যারা আপনার জন্য Ad এ ক্লিক করবে অর্থা  তাদের ক্লিক এর একটা অংশ আপনি পাবেন ।  Referral আপনি দুইভাবে বানাতে পারেন ।

১ Rent Referral  এটার মাধ্যমে আপনি Referral ভাড়া নিতে পারেন নিদিষ্ট সময়ের জন্য ।
২ Direct Referral  এটা আপনার বন্ধু কিংবা পরিবার কেউকে আপনি Referral করতে পারেন ।

তাহলে চলুন প্রথমে দেখি কিভাবে Rent Referral মাধ্যমে ইনকাম করবেন  । আপনি্ ১০০ Referral ভাড়া নিতে পারেন ২০ ডলার দিয়ে যারা আপনার জন্য কাজ করবে ৩০ দিনের জন্য আপনি চাইলে আপনার ইনকাম হওয়া ডলার দিয়ে এর থেকে কম Referral ভাড়া করে শুরু করতে পারেন । ১০০ Referral ভাড়া নিলে মাসে আপনার কি পরিমাণ ইনকাম হতে পারে নিচের ছবিটি ভাল করে দেখুন তা হলে বুঝবেন । এটা neobux এর মাসিক ইনকাম ক্যাল্ কুলেটার চাইলে আপনি ও হিসাব করতে পারবেন এই লিংকে ক্লিক করেneobux earning calculator
২০ ডলারের বিনিময়ে আপনি পাচ্ছেন ৩২ ডলার অর্থা ১২ ডলার Profit তবে এইটার কমবেশি হতে পারে । ১২ ডলার profit দরকার নাই আপনি যদি ২০ ডলার বিনিময়ে ৭ থেকে ৮ ডলার Profit করেন তাহলে বা খারাপ কি । আর আপনার ২০ ডলার তো থেকেই গেল এখন আপনি ইচ্ছা করলে ২০ ডলার তুলে নিতে পারেন কিংবা আবার ১০০ Referral ভাড়া নিতে পারেন ৩০ দিনের জন্য। এবার একটা কাজ করতে পারেন Profit হওয়া ডলার দিয়ে আপনি প্রতিমাসে আরও Referral কিনতে পারেন । Standard Member হিসাবে আপনি ৩০০ Referral ভাড়া করতে পারবেন । ৩০০ Referral ভাড়া করতে পারলে আপনার মাসের Profit হবে ২১ থেকে ২৪ ডলার যা বাংলাদেশী প্রায় ১৫৭৫ থেকে ১৮০০ টাকার মত । যা দিয়ে আপনার মাসের ইন্টারনেট বিলের সাথে সামান্য হাত খরচ ও হবে আসা করি ।

আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান তাহলে আপনার Account upgrade করতে হবে । তবে  Account Upgrade করার জন্য কিছু ডলার খরচ করতে হবে। আর Account Upgrade করলে আপনি ২০০০ Referral ভাড়া করতে পারবেন আর আপনার ইনকাম ও ডবল হবে  ।

তাহলে চলুন এবার দেখি কিভাবে Direct Referral মাধ্যমে ইনকাম করবেন । আপনি যদি Referral ভাড়া করতে না চান সমস্যা নাই neobux  আপনাকে একটা Referral লিংক দিবে যেটা আপনি পাবেন আপনার Account এর banner নামের Option টিতে। এই লিংক ব্যবহার করে যারা  Account করবে তারা আপনার  Direct Referral হবে আর Direct Referral জন্য কোন ভাড়া দিতে হবে না । তবে Direct Referral মাধ্যমে ইনকাম করতে চাইলে আপনাকে Account upgrade করতে হবে না হলে বেশি ইনকাম হবে না । ধন্যবাদ সবাইকে
Any Problam Contact Me 01719801713
Or Fb অনলাইন আয়
Read more ...